Tuesday, 05 November, 2024

সর্বাধিক পঠিত

শিম চাষ বা শিম রোপন এর সঠিক সময় কোনটি ?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যশিম চাষ বা শিম রোপন এর সঠিক সময় কোনটি ?
Md. Shariar Sarkar Staff asked 4 years ago

ভাবছি আমার উঠানে শিম লাগাবো । তো সেটা কি এখন ই লাগাবো নাকি আরো কিছুদিন পর ? জানালে খুব উপকার হতো । আমি আজ শিম বীজ সংগ্রহ করলাম এবং যেখানে লাগাবো সেই জায়গাটা ও মোটামুটি তৈরি । শুধু সময় টা ঠিক বুঝতে পারছিনা । বরষা চলছে, চারা গুলো মোরে যাবে কিনা সেটাও একটা ভয় ।

1 Answers

আষাঢ় (মধ্যজুন–মধ্যজুলাই): এ সময় নিচের চারা রপন করতে পারেন।
গ্রীষ্মকালীন বেগুন, টম্যাটো, কাঁচা মরিচের পরিচর্যা, শিমের বীজ বপন, কুমড়া জাতীয় সবজির পোকামাকড়, রোগবালাই দমন।আগে লাগানো বেগুন, টম্যাটো ও ঢেঁড়সের বাগান থেকে ফসল সংগ্রহ। খরিফ-২ সবজির চারা রোপণ ও পরিচর্যা, সেচ, সার প্রয়োগ। ফলসহ ওষুধি গাছের চারা/কলম রোপণ, খুঁটি দিয়ে চারা বেঁধে দেয়া, খাঁচা/বেড়া দেয়া।
ফল গাছে সুষম সার প্রয়োগ করে বীজ বপন করতে হবে।

জনপ্রিয় লেখা