Thursday, 28 March, 2024

সর্বাধিক পঠিত

বঙ্গবন্ধুর ২য় বিপ্লব ও কৃষির প্রাসঙ্গিকতা ৫ম পর্ব


Article Syed Arif Azad Sir

বঙ্গবন্ধুর ২য় বিপ্লব ও কৃষির প্রাসঙ্গিকতা ধারাবাহিক লেখাটির  আজ প্রকাশিত হলো ৫ম পর্ব  যার বিষয় বস্তু জননেত্রী শেখ হাসিনা-এর বৈপ্লবিক কৃষি উন্নয়ন-পথনির্দেশ বঙ্গবন্ধুর কৃষিদর্শন । আর  লিখেছেন কৃষিবিদ ডঃ সৈয়দ আরিফ আজাদ, সাবেক মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ ও নির্বাহী সদস্য, কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ (কেআইবি) ঢাকা, মার্চ ২০২০।

আগের পর্ব গুলো দেখে নিতে পারেন বঙ্গবন্ধুর ২য় বিপ্লব ও কৃষির প্রাসঙ্গিকতা এখান থেকে । 

৫। জননেত্রী শেখ হাসিনা-এর বৈপ্লবিক কৃষি উন্নয়ন-পথনির্দেশ বঙ্গবন্ধুর কৃষিদর্শন

আরো পড়ুন
করলার লাভজনক চাষ পদ্ধতি
লাভজনক করলা চাষ

করলার লাভজনক চাষ চাষ পদ্ধতি করলার ইংরেজি নাম Gourd, আমাদের দেশে করলা গ্রীষ্মকালীন সবজি হলেও বর্তমানে করলা বার মাসই বাজারে Read more

বাংলাদেশে কেন বাড়ছে না ভেনামি চিংড়ির বানিজ্যিক চাষ

বাগদা চিংড়ির (ব্ল্যাক টাইগার) চেয়ে ভেনামির উৎপাদন খরচ প্রায় অর্ধেক। তারপরও বাংলাদেশে কেন বাড়ছে না ভেনামি চিংড়ির বানিজ্যিক চাষ ? Read more

আল্লাহ পাক এর অশেষ কৃপা যে, জননেত্রী শেখ হাসিনা – এর সরকারে মেয়াদে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে পাকিস্তানের চেয়ে অনেক শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে।  আইএমএফ (২০১৯) এর হিসেব মতে ২০১৯ সালে বাংলাদেশের জিএনআই ১৯০৬ ডলার (ইউএস), আর পাকিস্তানের ১৩৫৭ ডলার (ইউএস)[1]বাংলাদেশ আজ মাছ, মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ (১৯১৭-১৮)। চাল উৎপাদনে আমরা আগেই উদ্বৃত্ত হয়েছি।  ২০১৮ সালে এসে অর্থনীতির প্রায় সকল ক্ষেত্রে  বাংলাদেশ বর্তমানে পাকিস্তান এর চেয়ে ভালো অবস্থানে রয়েছে। জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ (৮.১) নেপাল (৭.১%) এবং  ভারত (৬.৫%)। পাকিস্তানে  অনেক কম প্রবৃদ্ধি  (৩.৩%)জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ সরকার এর হিসেব মতে প্রবৃদ্ধির পরিমান বর্তমানে ৮.৩%[2] 

গ্রাফ-১:  দক্ষিণ এশিয়ার দেশ সমুহে জিডিপি প্রবৃদ্ধি ২০১৯।
গ্রাফ-১:  দক্ষিণ এশিয়ার দেশ সমুহে জিডিপি প্রবৃদ্ধি ২০১৯।

এছাড়া মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি মালদ্বীপ ৬.৫ %, স্রীলঙ্কা ২.৬%, নেপাল ৭.১%,  ভূটান  ৫.৩%।

Bangladesh GDP

গ্রাফ-২:  বাংলাদেশে জিডিপিতে কৃষি ২০১০-১৯: ২০২০-২০২২ প্রক্ষেপণ[3]

অনির্বাচিত সরকারের  পর থেকে  জননেত্রী  শেখ হাসিনা এর নির্বাচিত সরকারের  আমলে কৃষি উৎপাদনে বিপ্লবঃ[4]

  • চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন ২০০৭ এ ২৭ মিলিয়ন মেট্রিক টন থেকে ২০১৮ এ ৪০ মিলিয়ন মেট্রিক টন
  • ২০১৬-২০১৭ অর্থ বছরে আমরা মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হই। মাছ ২০০৯ এ ২৮.৯৯ লাখ   মেট্রিক টন থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরে ৪১.৩৪  লাখ মেট্রিক  টন।  চাহিদা ৪০.৫০ লাখ    মেট্রিক টন থেকে ৮৪,০০০ মেট্রিক টন বেশী উৎপাদন। (ডেইলি সান,  ৯ জুলাই ২০১৮)।
  • মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন ২০০৮-০৯ এ ৬.০৭ মিলিয়ন মে. টন থেকে ৭.১৫ মিলিয়ন মে. টন ২০১৬-১৭। উৎপাদন চাহিদা থেকে ১৯,০০০ মে. টন বেশী। (ডিএলএস)।
  • শাকসবজি ২০০৭ এ ১০ মিলিয়ন মেট্রিক টন থেকে ২০১৬ এ ১৫ মিলিয়ন মেট্রিক টন
  • গবাদি পশু ২০০৭ এ ৪৭.৫১ মিলিয়ন থেকে ২০১৮ এ ৬৪৭.৪৫  মিলিয়ন
  • পোল্ট্রি ২০০৭ এ ২৪৬ থেকে ২০১৭ এ ৩২৯২ মিলিয়ন
  • দুধ ২০০৭ এ ২ মিলিয়ন মেট্রিক টন থেকে ২০১৭ এ ৯ মিলিয়ন মেট্রিক টন
  • ডিম ২০০৭ এ ৫৩.৭০ মিলিয়ন থেকে ২০১৭ এ ১৪৯.৩৩১ মিলিয়ন
  • বীজ ২০০৭ এ ৭১,৭০৫ মেট্রিক টন থেকে ২০১৭ এ ১৩৬,৯৬১ মে. টন
  • সেচ এলাকা ২০০৭ এ ৫ মিলিয়ন হেক্টর থেকে বৃদ্ধি পেয়ে ২০১৭ এ ৭ মিলিয়ন হেক্টর
  • ট্রাক্টর ব্যবহৃত হচ্ছে ৫০ হাজার (বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০)
  • পাওয়ার টিলার ৭ লাখ (বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০)
  • গম উৎপাদন ৫৭% প্রবৃদ্ধি (২০০৯-২০১৮)
  • ভুট্টা উৎপাদন ৬৪৬% প্রবৃদ্ধি (২০০৯-২০১৮)
  • আলু ১৪৮% প্রবৃদ্ধি (২০০৯-২০১৮)
  • ডাল ২৭৫% প্রবৃদ্ধি (২০০৯-২০১৮)
  • ইলিশ উৎপাদন ২০০৮-২০০৯ এ ২.৯৯ লাখ মেট্রিক টন থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরে ৫.১৭ লাখ মেট্রিক টন ।

৬। বিশ্বে খাদ্য উৎপাদনে অনন্য বাংলাদেশঃ পেছনে আর্জেন্টিনা, চীন, ব্রাজিল

Food production

চিত্র-৯: বিশ্বে খাদ্য উৎপাদনে অনন্য বাংলাদেশ[5]

৭। ফসল খাতে জননেত্রী শেখ হাসিনার এর সাফল্যের নেপথ্যে[6]

Agro growth Update

চিত্র-১০: বাংলাদেশে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন   বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০

যুগোপযোগী পরিকল্পনা, পরিশ্রমী কৃষক, মেধাবী কৃষিবিজ্ঞানী, ও সম্প্রসারণবিদঃ[7]

  • ৯ বছরে ৭১৬ মিলিয়ন ডলার সাবসিডি
  • ৮ বছরে পুনর্বাসন ও প্রণোদনা প্রোগ্রাম ৭০৫৫ মিলিয়ন ডলার
  • ৮ বছরে ৭২২০ মিলিয়ন ডলার কৃষিতে বিনিয়োগ
  • ১২৫০ সোলার চালিত ইরিগেশন পাম্প বিতরণ, ২০১৮
  • ২৫১৫ মিলিয়ন ডলার কৃষি ঋণ, ২০১৭
  • ৩৩৪৩২ উদ্যোক্তা পেয়েছে ৩২ মিলিয়ন ডলার ঋণ সহায়তা
  • খাদ্য সংরক্ষণ সক্ষমতা ১.৫ থেকে ২.১ এ বৃদ্ধি , ২০০৯-২০১৭
  • ২৫৪ কৃষি তথ্য কেন্দ্র
  • ২১ মিলিয়ন কৃষক পেয়েছে কৃষি সহায়তা কার্ড
  • ১১ মিলিয়ন কৃষক পেরেছে ১০ টাকায় ব্যাংক হিসেব খুলতে
  • বিএডিসি এর বীজ উৎপাদন ২০০৭ এ ১৭ হাজার মেট্রিক টন থেকে ২০১৭ এ ১৩৭ হাজার মেট্রিক টন
  • ইউরিয়া ব্যবহার ২০০৭ এ ৩.৮ মিলিয়ন মেট্রিক টন থেকে ৪.৯ মিলিয়ন মেট্রিক টন ২০১৭
  • কৃষক/ উদ্যোক্তাদের পাশাপাশি এনজিও, সরকারী বেসরকারী কর্মী ও ব্যবসায়ীদের ব্যাপক প্রশিক্ষণ
  • কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবাঃ পোর্টালে ৭৮৬ ভ্যারাইটির ১২০ ফসল এবং ১০০০ রোগের তথ্য
  • কৃষকের ডিজিটাল ঠিকানাঃ ১৫ মিলিয়ন খানায় উৎপাদন বৃদ্ধি
  • কৃষি কলসেন্টার ১৬১২৩ (জুন ২০১৪ থেকে) ।

চলবে…….

Reference


[1] উৎসঃ https://en.wikipedia.org,/ রিট্রাইভড অন ফেব্রুয়ারী ৬ ২০২০

[2] এডিবি, আউটলুক ২০১৯,  রিট্রাইভড অন ফেব্রুয়ারী ৬ ২০২০

[3] উৎস: https://tradingeconomics.com/bangladesh/gdp-from-agriculture/, রিট্রাইভড অন ফেব্রুয়ারী ৬ ২০২০।

[4] http://cri.org.bd/, রিট্রাইভড অন ২৮ ফেব্রুয়ারী ২০২০

[5] উৎস: বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০

[6] http://cri.org.bd/, ২৮ ফেব্রুয়ারী ২০২০

[7] উৎস: বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০

0 comments on “বঙ্গবন্ধুর ২য় বিপ্লব ও কৃষির প্রাসঙ্গিকতা ৫ম পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *