Saturday, 27 April, 2024

সর্বাধিক পঠিত

আগাম সবজি চাষে লাভবান কৃষক


বন্যার কারণে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রংপুরের পীরগাছা উপজেলার কৃষকেরা। বাজারগুলোতে উঠতে শুরু করেছে ব্যাপক হারে আগাম শীতের সবজি। বাজার দর ভালো থাকায় আগাম সবজি চাষে লাভের মুখ দেখছেন এলাকার কৃষকরা।

উপজেলার ৯ ইউনিয়নের হাটবাজারে কপি, মুলা, সিম থেকে শুরু করে শীতের আগাম সবজিতে ভরে গেছে। এ সবজি কয়েক দফা বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে দিয়েছে। ভালো মূল্য পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। আরো কিছুদিন এমন মূল্যে প্রত্যাশা তাদের।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি ফসল চাষ মৌসুমের আওতায় উপজেলায় শাক-সবজির লক্ষ্য মাত্রা ১ হাজার ২শত ৬৩ হেক্টর ধরা হয়েছে। এছাড়া বেগুন ২০৯ হেক্টর , মরিচ ১২০ হেক্টর, তিল ১ হেক্টর, বরবটি ৫ হেক্টর, শসা ২০ হেক্টর, ফুলকপি ১৫৫ হেক্টর, পাতাকপি ১৭৫ হেক্টর, মুলা ৭০ হেক্টর, লাউ ৬০ হেক্টর, সিম ৭৫ হেক্টর, করলা ৩০ হেক্টর, পালংশাক ২৫ হেক্টর, লালশাক ৪০ হেক্টর, নাপাশাক ১৮ হেক্টর, লাউশাক ১৫ হেক্টর, মটরশুটি ৩ হেক্টর, মিষ্টি কুমড়া ১৫০ হেক্টর ও মারাশাক ৯ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার সবজির চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব।

আরো পড়ুন
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন রক্ষার্থে তিন মাস মাছ শিকার বন্ধ

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির উন্মুক্ত স্থান। প্রজনন ক্ষেত্র বাচানোর জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ২৫ এপ্রিল থেকে Read more

বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

এবারের ২০২৪ সালের বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও Read more

উপজেলার রহমতচর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে বেগুন চাষ করেছি। বাজার মূল্য ভাল পাওয়ায় তিনি খুশি বলে জানান। একই গ্রামের কৃষক আলামিন হোসেন বলেন, ১ বিঘা জমিতে মুলা চাষ করে ভালো ফলন পেয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান জানান, কৃষকরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। সবজির ফলনও ভালো হয়েছে এবং কৃষকরা সবজি বিক্রি করে তাদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছে।

0 comments on “আগাম সবজি চাষে লাভবান কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *