Sunday, 05 May, 2024

সর্বাধিক পঠিত

পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১


বরগুনার পাথরঘাটায় ২০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক গোলাম সরোয়ার হাওলাদার (৫০) উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুন) ভোর ৫টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বলেশ্বর নদের পাড় থেকে তাকে আটক করা হয়। এ সময় ইউনুস হাওলাদার, ছগির চৌকিদার ও ফিরোজ হাওলাদার পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

আটক গোলাম সরোয়ার জানান, তিন দিন আগে তাকে ইউনুস ও ছগির বাবুর্চি হিসেবে ট্রলারে কাজ করার জন্য নদীতে মাছ শিকার করতে নিয়ে যায়।

আরো পড়ুন
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন রক্ষার্থে তিন মাস মাছ শিকার বন্ধ

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির উন্মুক্ত স্থান। প্রজনন ক্ষেত্র বাচানোর জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ২৫ এপ্রিল থেকে Read more

বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

এবারের ২০২৪ সালের বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও Read more

পরে সুন্দরবনের পাশে ট্রলারসহ তাকে রেখে ইউনুস, ছগির ও ফিরোজ চারটি হরিণ শিকার করে নিয়ে আসে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।

পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা থানার এসআই (উপপরিদর্শক) রাজেত আলী দক্ষিণ চরদুয়ানী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার সেলিম মৃধার স’মিলের (করাতকল) পাশ থেকে গোলাম সরোয়ারকে আটক করে বস্তা থেকে ২০ কেজি হরিণের মাংস জব্দ করেন।

তখন ইউনুস, ছগির ও ফিরোজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক গোলাম সরোয়ারের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

0 comments on “পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *