Monday, 29 April, 2024

সর্বাধিক পঠিত

তাল গাছ লাগানোর নিয়ম

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যতাল গাছ লাগানোর নিয়ম
রবিউল ইসলাম asked 8 months ago

বজ্রপাতের কবল থেকে প্রাণিকুলকে রক্ষা করার জন্য তালগাছের বহুবিধ ব্যবহার রয়েছে। তাল গাছ লাগানোর নিয়ম কি ? কিভাবে রাস্তার ধারে তাল গাছ লাগানো যায় ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 8 months ago

তাল গাছ লাগানোর উত্তম সময়ঃ গাছ লাগানোর উত্তম সময়
মাটিতে যথেষ্ট পরিমাণ রস না থাকলে গাছ বাঁচতে পারে না। এ কারণেই আমাদের দেশে বর্ষা মৌসুমে গাছের চারা রোপণের উত্তম সময়।
ভাদ্র হতে কার্তিক মাস তাল বীজ বপনের উপযুক্ত সময়। তাল বীজ সারি থেকে সারি ৭ মিটার এবং চারা থেকে চারা ৭ মিটার।
তাল বীজ লাগানোর আগে গর্ত করে নিতে হয়। গর্তের আকার হবে ১ মিটার চওড়া ও ১ মিটার গভীর। গর্ত করার ১০-১৫ দিন পর প্রতি গর্তে ১৫-২০ কেজি জৈব সার, ২৫০ গ্রাম টি এস পি এবং ২০০ গ্রাম এমপি মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে।

জনপ্রিয় লেখা