Friday, 29 September, 2023

সর্বাধিক পঠিত

আমাদের সম্পর্কে

আমরা চাষি ভাইদের পাশে ২৪ ঘন্টা কৃষি ভিত্তির নানা সংবাদ ও তথ্য নিয়ে পাশে থাকবার প্রত্যয় নিয়ে শুরু করেছি আমাদের যাত্রা ।

কৃষি ও কৃষক এর জন্য তথ্য পর্যাপ্ততা কি কম অনলাইনের দুনিয়ায়? এ ক্ষেত্রে আমরা বলব অবশ্যই অনলাইনে তথ্য পর্যাপ্ততা রয়েছে। বাস্তব কৃষি নির্ভর তথ্যের চাহিদা প্রতিদিন বাড়ছে। নতুন প্রযুক্তি, নতুন চাষ পদ্ধতি, রোগ ব্যবস্থাপনার নতুন কৌশল ও জ্ঞান নিয়ে কৃষিবিদ ও চাষিরা কাজ করছে প্রতিনিয়ত। পুরাতন পদ্ধতি কি তাহলে বাদ যাবে ? নতুন সবসময় পুরাতনের স্থানে স্থলাভিষিক্ত হয়। নতুন, পুরাতন, একাডেমিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার নিরিখে একটি লাভজনক চাষ ব্যবস্থাপনা চাষির দোরগোড়ায় পৌছানো একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু অসম্ভব নয়।

চাষির বিনিয়োগ, চাষির জিজ্ঞাসার সন্মান জানিয়ে চাষ বিষয়ক সকল তথ্য বাস্তবতা ও একাডেমিক জ্ঞানের ভিত্তিতে আদান প্রদান করার লক্ষে এগ্রোবিডি২৪.কম এর যাত্রা শুরু। এগ্রোবিডি২৪ একটি তথ্য নির্ভর জ্ঞানের ভান্ডার যেখানে নতুন সমসাময়িক তথ্যের পাশাপাশি থাকবে পুরাতন তথ্যের বিশাল ভাণ্ডার।

আমাদের সম্পর্কে আরো জানার থাকলে কিংবা আপনার কোন মতামত জানানোর থাকলে অনুরোধ রইলো আমাদের কন্টাক পেজ এ যোগাযোগ করার ।

error: Content is protected !!