Wednesday, 24 April, 2024

সর্বাধিক পঠিত

মসলা কত প্রকার ও কি কি ?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যমসলা কত প্রকার ও কি কি ?
বরকত আলী asked 2 years ago

মশলা মূলত খাবারের স্বাদ হিসাবে ব্যবহৃত হয়। মসলা সুগন্ধিতে ব্যবহার করা হয় প্রসাধনী এবং ধূপ বিভিন্ন সময়সীমায়, অনেক মসলায় ঔষধি মান আছে বলে মনে করা হয়। মসলা কত প্রকার ও কি কি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 1 year ago

মসলা প্রধানত তিন প্রকার

মসলা গাছের বিভিন্ন অংশই মসলার উৎস। গুরুত্বপূর্ণ মসলার মধ্যে আদা, হলুদ, সারসাপারিলা (sarsaparilla) এবং অ্যানজেলিকা (angelica) পাওয়া যায় কন্দমূল থেকে; দারচিনি ও ক্যাশিয়া (নিরেস দারচিনি) গাছের ছাল থেকে, লবঙ্গ, কেপার (capers) ও জাফরান ফুল থেকে; ধনিয়া, মেথি, গোলমরিচ, জিরা, মরিচ ও মৌরি ফল থেকে; এলাচি ও জায়ফল বীজ থেকে এবং তুলসী, ধনিয়াপাতা ও লেমনগ্রাস পাতা থেকে সংগৃহীত হয়।

মসলার প্রকারভেদ

মসলা (Spice) খাদ্যের স্বাদ ও সুগন্ধ বাড়াতে ব্যবহার্য যে কোন উদ্ভিদ, উদ্ভিদের অংশ বা ফুল, ফল ও বীজ। সুগন্ধ ও উদ্বায়ী তৈল থাকার জন্যই মসলার কদর। খাদ্যের স্বাদ বাড়াতে সহায়তা করলেও মসলা কোন খাদ্য নয়, এগুলির তেমন পুষ্টিমান নেই। গ্রীষ্মমন্ডলীয় কিছু উদ্ভিদ থেকেই প্রধানত মসলা সংগৃহীত হয়। মসলা ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যের প্রথম ও প্রধান পণ্য।

জনপ্রিয় লেখা