Wednesday, 15 May, 2024

সর্বাধিক পঠিত

বোরো ধান কেনার লক্ষ্য অর্জন না হলে ব্যবস্থা


চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান কেনার লক্ষ্য অর্জন না হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছে অধিদফতর।

সম্প্রতি এ বিষয়ে সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান কেনা হচ্ছে।

আরো পড়ুন
বায়োফ্লকের পানি তৈরি করার পদ্ধতি বা নিয়ম
বায়োফ্লক ট্যাংক

বায়োফ্লকে পানি তৈরি বায়োফ্লক মাছ চাষের অন্যতম প্রধান কাজ। বায়োফ্লক শুধুমাত্র ফ্লক তৈরি করতে না পেরে অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন। Read more

চলমান তাপ প্রবাহে হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা
চলমান তাপ প্রবাহে হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা

তীব্র তাপপ্রবাহ হাঁস- মুরগি ও গবাদিপ্রাণির দেহে নানা ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ পীড়ন (স্ট্রেস) তৈরি করে, ফলে হাঁস-মুরগি ও গবাদিপ্রাণির Read more

গত ২৮ এপ্রিল থেকে ধান কেনা শুরু হয়েছে। শুক্রবার (৭ মে) থেকে শুরু হয়েছে চাল সংগ্রহ। গত বছর বোরোতে এবং এবার আমনে সরকারের ধান-চাল সংগ্রহ কর্মসূচি ব্যর্থ হয়। তাই তলানিতে গিয়ে ঠেকেছে সরকারি খাদ্যশস্যের মজুত। এই পরিস্থিতিতে মজুত সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে বোরো সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ।

খাদ্য অধিদফতরের চিঠিতে বলা হয়, চলতি বোরো মৌসুমে সাড়ে ৬ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। চলতি বোরো সংগ্রহ মৌসুমের আওতায় গত ২৮ এপ্রিল থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ১৭ মে পর্যন্ত সারাদেশে ১৬ হাজার ৯৭৪ টন ধান সংগৃহীত হয়েছে। সংগ্রহের শতকরা হার ২ দশমিক ৬১।

বিভাগভিত্তিক ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা, সংগ্রহের পরিমাণ এবং সংগ্রহের হারের পরিমাণ উল্লেখ করে চিঠিতে বলা হয়, ধান সংগ্রহের এ গতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। ধান সংগ্রহের এ গতি অব্যাহত থাকলে সংগ্রহের সময়সীমার মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার অবশিষ্ট পরিমাণ ধান সংগ্রহ করা দূরূহ হয়ে পড়বে।

বোরো মৌসুমে সারাদেশে ধানের উৎপাদন সন্তোষজনক এবং বর্তমানে ধানের বাজার মূল্য সংগ্রহের অনুকুলে রয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘এ বাস্তবতার নিরিখে সরকার ঘোষিত ধানের লক্ষ্যমাত্রা অর্জনের সুবর্ণ সুযোগ। তাই ধানের লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে স্ব স্ব বিভাগের ধানের লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট থাকতে হবে।’

চিঠিতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের উদ্দেশে বলা হয়, এ ব্যাপারে এখন থেকে ধান কেনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করা যেতে পারে। এছাড়াও প্রয়োজন অনুযায়ী জেলা সংগ্রহ কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করা যেতে পারে। অপরদিকে সরকার উৎপাদক কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতে ধানের লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। সে লক্ষ্যে ইতোমধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে ১৩ দফা সম্বলিত নির্দেশনাবলী প্রদান করা হয়েছে, যা মাঠ পর্যায়ে সংগ্রহ বিভাগ থেকে গত ৬ মে পাঠানো হয়েছে। এছাড়া খাদ্যমন্ত্রীর দেশের সব বিভাগের সাথে জুম মিটিংয়ে দেয়া নির্দেশনাবলী অনুসরণ করতে হবে।

যেসব এলাকায় কৃষকের তালিকা পেতে বিলম্ব হচ্ছে যেসব এলাকায় গত বছরের তালিকা অনুসরণ করে লটারি বা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এবং অ্যাপভুক্ত যে সকল উপজেলায় পর্যাপ্ত সংখ্যক কৃষক নিবন্ধন বিলম্বিত হচ্ছে সেসব এলাকায় অ্যাপের পাশাপাশি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান ক্রয় করে সংগ্রহ কার্যক্রম শতভাগ সফল করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, ‘এছাড়াও যথাসময়ে কৃষক তালিকা প্রাপ্ত উপজেলাগুলোতে যদি লটারিতে নির্বাচিত কৃষক ছাড়া তালিকাভুক্ত অন্য কোন কৃষক ধান বিক্রয়ে আগ্রহী হয় তার কাছ থেকেও ধান ক্রয় করতে পারবে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। চলতি বোরো সংগ্রহ মৌসুমে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ কৃষক নির্বিশেষে সকলের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান কেনা যাবে। ফলে উৎপাদক কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ ধান কেনার সুযোগ সৃষ্টি হয়েছে।’

এমতাবস্থায়, খাদ্য মন্ত্রণালয়ের ১৩ দফা নির্দেশনা ও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়ে জারিকৃত পত্র অনুযয়ী নিজ নিজ বিভাগে দেয়া লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, অন্যথায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবহেলার কারণে ধান সংগ্রহ কার্যক্রম সফল না হলে সংগ্রহের সাথে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

0 comments on “বোরো ধান কেনার লক্ষ্য অর্জন না হলে ব্যবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *