Saturday, 04 May, 2024

সর্বাধিক পঠিত

আরডিএ’তে এগ্রো-প্রসেসিং যন্ত্র ব্যবহার ও মেরামত বিষয়ক প্রশিক্ষণ


ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায়  কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন ইউনিটে এগ্রো-প্রসেসিং যন্ত্র ব্যবহার ও মেরামত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২১ জুন) সকাল ৯ টায় চার দিনব্যাপী (২১-২৪ জুন) ‘Training on Operation and Maintenance of Equipments’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে ‘ক্ষুদ্র পরিসরে কৃষিপণ্য ব্যবসা ও ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে সার্ক অঞ্চলের ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণে বগুড়া উপ-প্রকল্প এলাকার ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন রক্ষার্থে তিন মাস মাছ শিকার বন্ধ

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির উন্মুক্ত স্থান। প্রজনন ক্ষেত্র বাচানোর জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ২৫ এপ্রিল থেকে Read more

বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

এবারের ২০২৪ সালের বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও Read more

উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র পরিচালক (প্রশিক্ষণ) ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী’র পরিচালক (প্রশাসন) মো. আব্দুস সামাদ (উপ-সচিব)। এছাড়াও একাডেমীর সহকারী প্রকৌশলী, আবুল কাশেম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকল্পটি বাংলাদেশসহ সার্ক ভূক্ত ৫ টি দেশে এক যোগে বাস্তবায়িত হচ্ছে।

0 comments on “আরডিএ’তে এগ্রো-প্রসেসিং যন্ত্র ব্যবহার ও মেরামত বিষয়ক প্রশিক্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *