Friday, 26 April, 2024

সর্বাধিক পঠিত

বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দলের ২০২১-২২ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসেম, যুগ্ম সম্পাদক গ্রামীন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, কোষাধ্যক্ষ মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো.আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল প্রতীক সিদ্দিক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ফুড টেকনোলজি ও গ্রামীন শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান মজুমদার।

আরো পড়ুন
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন রক্ষার্থে তিন মাস মাছ শিকার বন্ধ

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির উন্মুক্ত স্থান। প্রজনন ক্ষেত্র বাচানোর জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ২৫ এপ্রিল থেকে Read more

বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

এবারের ২০২৪ সালের বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও Read more

এছাড়া কমিটির সাধারণ সদস্য হিসেবে ৯ জন এবং পদাধিকার বলে ৪ জন সদস্য নির্বাচিত হয়েছে। এক অনলাইন প্লাটফর্মে নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

0 comments on “বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *