Monday, 29 April, 2024

সর্বাধিক পঠিত

কাপাসিয়ায় কৃষি বানিজ্যিকরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী


পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার আয়োজনে ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়নে দুই দিনব্যাপী (২৬-২৭ মে) ‘Training on Farm Business Management’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের গাজীপুর উপ-প্রকল্প প্রক্রিয়াজাতরণ কেন্দ্রে ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে এবং ‘ক্ষুদ্র পরিসরে কৃষিপণ্য ব্যবসা ও ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে সার্ক অঞ্চলের ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণে গাজীপুর উপ-প্রকল্প এলাকার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন রক্ষার্থে তিন মাস মাছ শিকার বন্ধ

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির উন্মুক্ত স্থান। প্রজনন ক্ষেত্র বাচানোর জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ২৫ এপ্রিল থেকে Read more

বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

এবারের ২০২৪ সালের বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও Read more

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পানি সাশ্রয়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল বাতেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন ঢাকা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ জাহানারা বেগম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও ওই প্রকল্প কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে উপ-প্রকল্প প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি নারীর ক্ষমতায়নে গ্রামীণ নারীদের আরো এগিয়ে আসার পরামর্শ দেন।

প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমীর উপ-পরিচালক ড. মো. আব্দুল কাদের, সমন্বয়ক হিসেবে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা ও ফোকাল পার্সোন মনিরুল ইসলাম এবং কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উন্নয়ন কর্মকর্তা, নাফকো গ্রুপসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

0 comments on “কাপাসিয়ায় কৃষি বানিজ্যিকরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *