বি পজিটিভ কি আসলেই গরুর রক্ত। এশিয়ার প্রায় ৩০ শতাংশ ব্যক্তি এ রক্তের গ্রুপের অধিকারী। গরুর রক্তের গ্রুপ কি ?
আপনি জানতে চেয়েছেন গরুর রক্তের গ্রুপ কি ?
গরুর বেলায় A, B, C, F, J, L, M, R, S, T ও Z এই ১১ টি প্রধান রক্তের গ্রুপ পাওয়া যায়। এর মধ্যে শুধুমাত্র B গ্রুপেরই ৬০ টির উপরে অ্যান্টিজেন আছে। এছাড়াও আরও কিছু অপ্রধান গ্রুপের রক্তে আছে যেগুলো সচরাচর পাওয়া যায় না।
এজন্য গরুর রক্ত মানুষ তো দূরের কথা এক গরু থেকে অন্য গরুতেই সঞ্চালন করা দূরুহ ব্যাপার।