“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”
📖 (সূরা আল-বাকারাহ: ১৮৩)
রোজার নিয়ত ও দোয়া কি?
রোজার নিয়ত মনে মনে করলেও হয়ে যায়, তবে মুখে উচ্চারণ করাও সুন্নত।
রোজার নিয়ত (সাহরির সময়)
নَويتُ صَومَ غَدٍ لِلّهِ تَعَالَى مِن شَهرِ رَمَضَانَ
উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থ: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল রমজান মাসের রোজা রাখার নিয়ত করলাম।
ইফতারের দোয়া
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া বিকা আমান্তু, ওয়া আলাইকা তাওয়াক্কাল্তু, ওয়া আলা রিজকিকা আফতার্তু।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার ওপর ঈমান এনেছি, তোমার ওপর ভরসা করেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।
নিয়ত মনে মনে করলেও যথেষ্ট, তবে মুখে উচ্চারণ করলে সুন্নাতের সওয়াব পাওয়া যাবে।