পুকুরে কার্প মাছের রেনু চাষ করতে চাই। পুকুরে অনেক ব্যাঙ্গের বাচ্চা হয়েছে। পুকুরে ব্যাঙ্গাচি মারতে করনীয় কি ?
পুকুরে ব্যাঙ্গাচি মারতে করনীয় কি ?
ব্যাঙ্গের বাচ্চা কে ব্যাঙ্গাচি বলে। রেনুর পুকুরে ব্যাঙ্গাচি রেনুর পেট কেটে দেয়। এতে ব্যাঙ্গাচির উপস্থিতিতে রেনুর বেচে থাকা কঠিন। চাষী ক্ষতিগ্রস্থ হয়।
পুকুর থেকে ব্যাঙ্গাচি দূর করার নিদির্ষ্ট কোন ঔষধ নেই। তবে নিজের দুইটি পদক্ষেপ গ্রহন করলে পুকুরে ব্যাঙ্গাচি কমে যায় অথবা দূর হয়।
ব্যাঙ্গাচি দূর করতে কেরোসিনের ব্যবহারঃ পুকুরের চার পাশে কেরোসিন তেল ছিটিয়ে দিন। কেরোসিন তেলে ব্যাঙ্গাচি ও ব্যাঙ্গের উপদ্রব কমে যাবে।
ব্যাঙ্গাচি দূর করতে তাল পাতার ব্যবহারঃ পুকুরে তালপাতা ভাসিয়ে দিন। সকাল ও সন্ধ্যা তুলে ঝেড়ে ফেলুন।