Friday, 26 April, 2024

সর্বাধিক পঠিত

প্রোবায়োটিক কোথায় পাওয়া যায় ?

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষপ্রোবায়োটিক কোথায় পাওয়া যায় ?

মাছ ও চিংড়ি চাষে প্রোবায়োটিক ব্যবহার খুব গুরত্বপূর্ন এবং উপকারী। প্রোবায়োটিক কোথায় পাওয়া যায় ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

আপনি জানতে চেয়েছেন মাছ ও চিংড়ি চাষে ব্যবহৃত প্রোবায়োটিক কোথায় পাওয়া যায় ?
প্রোবায়োটিক দেশি কিংবা বিদেশ থেকে আমদানি করা দুইটায় দেশে পাওয়া যায়। সুবিধার জন্য এবং কার্যকারিতার জন্য দেশি কম্পানির প্রোবায়োটিক ব্যবহার করাই ভাল।
নিকটস্থ বাজারের মাছের ঔষধের দোকানে থেকে প্রোবায়োটিক পাওয়া যায়। যেমনঃ নাভিও প্লাস (Navio plus), এরিক ৩ (ARIAKE 3), পাওয়ারল্যাক (Power Lac) এম আই প্লাস(MI-PLUS), এ্যাকুয়া ফটো (Aqua Photo),এবং বায়োমাক্স পাউডার (biomax powder) আর অন্য কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। 

জনপ্রিয় লেখা