Thursday, 12 December, 2024

সর্বাধিক পঠিত

চিংড়ি মাছের বৈজ্ঞানিক নাম

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষচিংড়ি মাছের বৈজ্ঞানিক নাম

চিংড়ি কি মাছ ? বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পাওয়া। চিংড়ি মাছের বৈজ্ঞানিক নাম কি ? 

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

স্বাদু জলের চিংড়ির গণ (Genus) প্যালিমন (Palaemon) এর বিভিন্ন প্রজাতিকে একত্রে চিংড়ী বলে। চিংড়ি আসলে মাছ না এরা আর্থপোড পর্বের প্রানী। বিভিন্ন জাতের ইনসেক্ট এই পর্বের প্রানী।

চিংড়ির শির-উপাঙ্গ পাঁচ জোড়া, বক্ষ-উপাঙ্গ আট জোড়া এবং উদর-উপাঙ্গ ছয় জোড়া।

গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম হলো: Marcrobrachium malcolmsonii

বাগদা চিংড়ির বৈজ্ঞানিক নাম হলােঃ Penaeus monodon

ভেনামি চিংড়ি

ভেনামি চিংড়ীর বৈজ্ঞানিক নাম হলোঃ Litopenaeus vennamei

জনপ্রিয় লেখা