Friday, 03 January, 2025

সর্বাধিক পঠিত

গমের জাত সমূহ কি কি

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যগমের জাত সমূহ কি কি
জাফর-ইকবাল asked 4 years ago

গমের বিভিন্ন জাত সমূহের নাম কি কি? বাংলাদেশে প্রাপ্ত সব থেকে ভাল ফলন  গমের জাত কোনটি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

গমের রোগ প্রতিরোধী কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ ও গৌরব জাতের চাষ করতে হবে তবে বেশি ফলন পাওয়া যায়। এছাড়া গম চাষের কিছু নিয়ম মেনে চললে ফসলের ফলন বেশি পাওয়া যায়।

যেমন রোগ মুক্ত বীজ, রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে, নিয়মিত পানি সেচ।

গম

গমের জাত সমূহ

জাতের নামস্থানীয় নামজীবন কালউৎপাদন
বারি গম-৩৩১১২দিন৪.০-৫.০টন কেজি
বিনা গম-১১০৫-১১০ দিন।ফলন ২.২-৩.৫ টন/হেক্টর কেজি
অগ্রণীঅগ্রণী১০৩-১১০ দিন৩.৫-৪ কেজি
বারি গম ১৯ (সৌরভ)সৌরভ১০২-১১০ দিন।৩.৫-৪.৫ কেজি
বারি গম ২০ (গৌরব)গৌরব১০২-১০৮ দিন।৩.৫-৪.৬ কেজি
বারি গম ২১ (শতাব্দী)শতাব্দী১০৫-১১২ দিন৩.৬-৫ কেজি
বারি গম ২২ (সুফী)সুফী১০০-১১০ দিন।৩.৬-৫ কেজি
বারি গম ২৩ (বিজয়)বিজয়১০৩-১১২ দিন৪.৩-৫ কেজি
বারি গম ২৪ (প্রদীপ)প্রদীপ১০২-১১০ দিন৪.৩-৫.১ টন কেজি
বারি গম ২৫১০২-১১০৩.৮-৫.০ কেজি

তথ্যসূত্রঃ কৃষি বাতায়ন।

জনপ্রিয় লেখা