Sunday, 28 April, 2024

সর্বাধিক পঠিত

‘সফটশেল’ কাঁকড়া কী?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্য‘সফটশেল’ কাঁকড়া কী?
মিথুন asked 8 months ago

কাকড়ার অনেক প্রায় ১৫ টি জাত রয়েছে। কাকড়া রয়েছে রপ্তানীর বড় বাজার। ‘সফটশেল’ কাঁকড়া কী?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 8 months ago

‘সফটশেল’ কাঁকড়া কী?

কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মিঠা ও লবণাক্ত পানি মিলে মোট ১৫ প্রজাতির কাঁকড়া রয়েছে। তবে বাণিজ্যিকভাবে চাষ করা হয় ম্যাডক্র্যাব বা শিলা কাঁকড়া। এটির ওজন সর্বোচ্চ সাড়ে তিন কেজি পর্যন্ত হতে পারে।

সফটশেল কাকড়া
সফটশেল কাকড়া

বাংলাদেশে উৎপাদিত এই শিলা কাঁকড়া তার জীবদ্দশায় ১৪-১৬ বার খোলস বদল করে থাকে। খোলস বদল করার সময় তিন ঘণ্টার বেশি সময় এটির দেহ খোলসহীন অবস্থায় পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকে। তখন এটিকে রপ্তানীর জন্য তুলে ফেলা হয়। নরম এই কাঁকড়াকেই বলা হয় ‘সফটশেল’ কাঁকড়া।

জনপ্রিয় লেখা