Tuesday, 26 November, 2024

সর্বাধিক পঠিত

সবজি পরিবহনে চাঁদাবাজি সমস্যা সমাধানে সরকার সচেষ্ট: কৃষিমন্ত্রী


সবজি পরিবহনে চাঁদাবাজি সমস্যা নিরসনে সচেষ্ট সরকার

গত ১২ বছরে দেশে সবজির উৎপাদন বেড়েছে ৭ গুণ। আর বর্তমানে ১ কোটি ৯৭ লাখ টন সবজি উৎপাদন করে বাংলাদেশ। সবজি উৎপাদনে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক এসব তথ্য তুলে ধরেছেন। তবে সবজি পরিবহনে চাঁদাবাজি সমস্যা সবজির দাম বৃদ্ধিতে অনেক প্রভাব ফেলে। সবজি পরিবহনে চাঁদাবাজি সমস্যা কথাটি অবশ্য স্বীকার করেছেন মন্ত্রী।

কেআইবি চত্বরে তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়

মন্ত্রী বলেন, সবজির বিপণনে কিছুটা সমস্যা রয়েছে।

আরো পড়ুন
পান চাষ পদ্ধতি

পান চাষ একটি লাভজনক কৃষি পদ্ধতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশে এটি ব্যাপক চাষ করা হয়। Read more

মিঠা জাতের পান চাষে লাভবান কৃষক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফুলের ঘাট এলাকার পান চাষের এই চিত্র সত্যিই অনুপ্রেরণাদায়ক। পান চাষ একটি লাভজনক ফসল হওয়ায় এটি ক্রমশ Read more

পরিবহন চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীসহ বেশ কিছু সমস্যা রয়েছে।

এসব সমস্যার সমাধান করা সম্ভব হলে সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

গত সোমবার জাতীয় সবজিমেলা ২০২২–এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

সবজিমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয় এ মেলার আয়োজন করে।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন হয়।

কৃষি মন্ত্রণালয় ষষ্ঠবারের মতো এ মেলা আয়োজন করেছে।

এই মেলা আগামী ২রা মার্চ পর্যন্ত চলবে।

মেলায় মোট ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল স্থাপিত হয়েছে।

সবজিমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনী বক্তব্যে কৃষিমন্ত্রী জানান, সরকার সবজির দাম নিয়ন্ত্রণে কাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে বাণিজ্য মন্ত্রণালয় সহ সবাইকে কাজ করতে হবে।

যেন সবজির দাম মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নিয়ন্ত্রিত থাকে।

এর পরে কৃষিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

কেআইব মিলনায়তনে সেমিনারে অংশ নেন মন্ত্রী

মন্ত্রী কেআইবি মিলনায়তনে ‘পুষ্টিনিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামনে রোজা আসছে।

এ সময় সরকারি সংস্থাগুলোকে সাবধান থাকতে হবে সবজির দাম নিয়ন্ত্রনে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (সবজি বিভাগ) সিএসও ফেরদৌসি ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আবদুল মুঈদ।

তার সাথে আরও আলোচনা করেন কার্নেল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মো. সালেহ আহমেদ।

সেমিনারে জানানো হয়, জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্যমতে, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়।

বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত কৃষি থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে।

মেলায় নানা রকম সবজির বিক্রয় ও প্রদর্শন করা হচ্ছে।

পাশাপাশি মধু, মাশরুম, মাশরুমের রকমারি খাবারসহ এ–জাতীয় নানা পণ্য বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।

0 comments on “সবজি পরিবহনে চাঁদাবাজি সমস্যা সমাধানে সরকার সচেষ্ট: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *