Wednesday, 27 November, 2024

সর্বাধিক পঠিত

৭৪ চোরাই গরু-মহিষ আটক


বরিশালের হিজলা উপজেলার দুর্গম চর মাঠিয়ালা গ্রাম থেকে চোরাই ৩৪টি গরু ও ৪০টি মহিষ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় চোরচক্রের হোতা মো. শাহজাহান রাঢ়ীকে (৫৫) আটক করেছে পুলিশ। আটক মো. শাহজাহান রাঢ়ী মাঠিয়ালা গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন
গবাদি পশু হৃষ্টপুষ্টকরণে করনীয় কি?
কুরবানির গরু

গবাদি পশু হৃষ্টপুষ্টকরণের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে। লাভজনক পশু খামার পরিচালনা করার জন্য সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা Read more

বাংলাদেশে পোষা প্রাণীর খাদ্য, ঔষধ ও সরঞ্জামের ব্যবসা ক্রমবর্ধমান
পোষা প্রানী_Pet Animal 3

ব্যস্ততা বেড়ে যাবার সাথে সাথে মানুষের শহরে জীবনের প্রতি চাহিদা বেড়ে চলেছে। পোষা প্রানীর প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে। বাংলাদেশে পোষা Read more

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহজাহান হোসেন জানান, বরিশাল জেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে চুরি করে অর্ধশতাধিক গরু ও মহিষ এনে একটি চরে রাখা হয়েছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হিজলার ধুলখোলা ইউনিয়নের মাঠিয়ালা গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়।

এসময় চুরি করা ৩৪টি গরু ও ৪০টি মহিষ উদ্ধার করা হয়। এ ঘটনায় আন্তঃজেলা গরু চোরচক্রের হোতা মো. শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করেছে পুলিশ।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক হাসান রাসেল জানান, গরু চুরির ঘটনায় রাতে মো. শাহজাহান রাঢ়ীকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শাহজাহান রাঢ়ীকে আদালতে পাঠানো হয়েছে।

0 comments on “৭৪ চোরাই গরু-মহিষ আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *