Thursday, 18 December, 2025

শীতে শখের অ্যাকুরিয়াম: মাছের সুরক্ষায় প্রয়োজনীয় যত্ন ও সতর্কতা


শীতে অ্যাকুরিয়ামের মাছের যত্ন

শীতের আমেজ আমাদের জন্য আরামদায়ক হলেও অ্যাকুরিয়ামের ছোট ছোট মাছগুলোর জন্য এই সময়টি বেশ চ্যালেঞ্জিং। পানির তাপমাত্রা হঠাৎ কমে গেলে মাছ শকে চলে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। তাই শীতকালে অ্যাকুরিয়ামের মাছের বাড়তি যত্নের কোনো বিকল্প নেই।

কেন শীতকাল মাছের জন্য ঝুঁকিপূর্ণ?

মাছ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। অর্থাৎ তাদের শরীরের তাপমাত্রা চারপাশের পানির তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপমাত্রা বেশি কমে গেলে মাছের হজমশক্তি কমে যায় এবং তারা অলস হয়ে পড়ে। এই সময়ে মাছের শরীরে সাদা তিল বা ‘ইক’ (Ich) নামক পরজীবী সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

আরো পড়ুন
বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণে নতুন দিগন্ত: প্রথমবারের মতো অনুদান দিচ্ছে বন বিভাগ
বন্যপ্রাণী গবেষণায় ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

দেশে বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রথমবারের মতো বিশেষ গবেষণা অনুদান কর্মসূচি চালু করেছে বন বিভাগ। অন্তর্বর্তী Read more

মানব, প্রাণি ও পরিবেশের সমন্বয়েই ‘ওয়ান হেলথ’ সম্ভব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ওয়ান হেলথ কার্যক্রমঃ সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত কৌশল

মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশ—এই তিনটির সমন্বয়েই প্রকৃত অর্থে ‘ওয়ান হেলথ’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য Read more

করণীয় (Dos)

  • হিটার ব্যবহার করা: শীতকালে অ্যাকুরিয়ামে অবশ্যই একটি ভালো মানের ‘অটোমেটিক থার্মোস্ট্যাট হিটার’ ব্যবহার করতে হবে। এটি পানির তাপমাত্রাকে একটি নির্দিষ্ট মাত্রায় (সাধারণত ২৪-২৮ ডিগ্রি সেলসিয়াস) স্থির রাখে।

  • থার্মোমিটার রাখা: হিটার ঠিকমতো কাজ করছে কি না, তা বোঝার জন্য অ্যাকুরিয়ামের অন্য প্রান্তে একটি থার্মোমিটার রাখুন। প্রতিদিন অন্তত দুবার তাপমাত্রা পরীক্ষা করুন।

  • অল্প খাবার দেওয়া: শীতে মাছের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়। তাই মাছকে খুব সামান্য পরিমাণে খাবার দিন, যা তারা ২-৩ মিনিটের মধ্যে শেষ করতে পারে। সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখাও মাছের স্বাস্থ্যের জন্য ভালো।

  • পানির আংশিক পরিবর্তন: শীতকালেও পানি পরিবর্তন করা জরুরি। তবে একবারে সব পানি পরিবর্তন না করে সপ্তাহে মাত্র ১০-২০ শতাংশ পানি পরিবর্তন করুন। নতুন পানি যোগ করার সময় খেয়াল রাখুন যেন সেই পানির তাপমাত্রা অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রার সমান হয়।

  • অ্যাকুরিয়াম ঢেকে রাখা: রাতের বেলা তাপমাত্রা অনেক কমে যায়। তাই অ্যাকুরিয়ামের ওপরের অংশ ভালো করে ঢেকে রাখুন যাতে ভেতরের গরম বাতাস বাইরে বেরিয়ে না যায়।

বর্জনীয় (Don’ts)

  • হঠাৎ তাপমাত্রা পরিবর্তন নয়: মাছের জন্য সবচেয়ে ক্ষতিকর হলো তাপমাত্রার আকস্মিক উঠানামা। সরাসরি খুব গরম বা খুব ঠান্ডা পানি অ্যাকুরিয়ামে ঢালবেন না।

  • অতিরিক্ত খাবার দেওয়া বন্ধ করুন: শীতে মাছ খাবার কম খায়। বাড়তি খাবার পানির নিচে পচে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, যা মাছের মৃত্যুর কারণ হতে পারে।

  • জানালা বা এসির নিচে রাখা: সরাসরি জানালার পাশে বা যেখানে সরাসরি ঠান্ডা বাতাস আসে, এমন জায়গায় অ্যাকুরিয়াম রাখবেন না।

  • অপ্রয়োজনে মাছ ধরা: শীতে মাছ এমনিতেই দুর্বল থাকে। তাই জালের সাহায্যে মাছ ধরা বা নাড়াচাড়া করে তাদের মানসিক চাপে (Stress) ফেলবেন না।

  • হিটার বন্ধ রাখা: অনেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনে হিটার বন্ধ রাখেন এবং রাতে চালু করেন। এটি মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। হিটার সবসময় ‘অটো’ মোডে চালু রাখুন।

বিশেষ সতর্কতা: সাদা তিল বা হোয়াইট স্পট

যদি দেখেন মাছের গায়ে লবণের দানার মতো সাদা ছোট ছোট দাগ দেখা দিচ্ছে, তবে বুঝবেন মাছ ‘ইক’ রোগে আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়িয়ে ৩০ ডিগ্রি সেলসিয়াস করুন এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করুন।

শীতের এই কয়েকটা মাস একটু সচেতন থাকলেই আপনার অ্যাকুরিয়ামের রঙিন মাছগুলো থাকবে প্রাণবন্ত ও নিরাপদ।

0 comments on “শীতে শখের অ্যাকুরিয়াম: মাছের সুরক্ষায় প্রয়োজনীয় যত্ন ও সতর্কতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ