Friday, 26 September, 2025

নান্দাইলে সবজি ক্ষেতে ঘাসের আক্রমণ: কৃষকের দুশ্চিন্তা


ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন সবজি ক্ষেতে ব্যাপকভাবে ঘাস জন্মেছে, যা ফসলের ক্ষতি করছে। আগাছায় জমি ভরে যাওয়ায় কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। ঘাসের কারণে বেগুন, লাউ, মরিচ, করলা, শিম ও বাদামের মতো ফসল ঢাকা পড়ে গেছে, ফলে উৎপাদন হুমকির মুখে।

স্থানীয় কৃষকরা জানান, জমিতে অত্যধিক ঘাস থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। কৃষিশ্রমিকের অপ্রতুলতা ও উচ্চ মজুরির কারণে তারা নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করতে পারছেন না। অনেকেই নিজেরাই শ্রম দিচ্ছেন, আবার কেউ কেউ ঘাসনাশক ব্যবহার করলেও তেমন সুফল পাচ্ছেন না।

সরেজমিনে চরকামটি খালী, বীরকামটি খালী ও চরউত্তরবন্দ গ্রামে দেখা গেছে, সবজি ক্ষেতগুলো ঘাসে আচ্ছন্ন। কৃষক আলম বলেন, “২০ শতাংশ জমিতে বেগুন লাগিয়েছি, কিন্তু ঘাসে ক্ষেত ভরে গেছে। দিনে ৬ জন শ্রমিককে ৫০০ টাকা মজুরি দিয়েও কাজ সামলানো কঠিন।” অন্যদিকে কৃষক দুলাল ও বাবুলও একই সমস্যার কথা জানিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন।

আরো পড়ুন
ধানের বাম্পার ফলন: ফুল ফোটার সময় কৃষকের করণীয়

বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। এ দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা এই ফসলের উপর অনেকটাই নির্ভরশীল। ধানের ফলন বাড়াতে হলে এর Read more

ঢাকায় শুরু হলো আগ্রোফরেস্ট্রি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গ্রামীণ জীবিকা উন্নয়নের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশেষজ্ঞ বৈঠক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) Read more

নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, “পতিত জমিতে ঘাসের আক্রমণ বেশি হয়। কৃষকদের নিয়মিত জমি পরিষ্কার করতে হবে।” তিনি আরও জানান, এ বিষয়ে কৃষকদের সহায়তা দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে কৃষকদের স্বল্পমূল্যে শ্রমিক সুবিধা ও কার্যকর পরামর্শ প্রদানের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে সবজি উৎপাদন ঠিক থাকে।

0 comments on “নান্দাইলে সবজি ক্ষেতে ঘাসের আক্রমণ: কৃষকের দুশ্চিন্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ