Monday, 23 December, 2024

সর্বাধিক পঠিত

নাটোরে রসুনের দাম কমেছে


রসুনের সরবরাহ বাড়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গত ২ সপ্তাহের ব্যবধানে রসুনের দাম প্রতি মণে এক হাজার টাকা কমেছে। বিনা হালে রসুনের উদ্ভাবনী আহমদপুর হাটে ভোর থেকে রসুনের ব্যাপক সরবরাহ দেখা গেছে। তবে ব্যবসায়ীরা জানান চাহিদার চেয়ে বেশি সরবরাহ হওয়ায় রসুনের দাম কমেছে।

জানা যায়, দুই সপ্তাহ আগেও ভালো মানের রসুন মণ প্রতি ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। প্রতি বিঘায় মাত্র ৪০ হাজার টাকা খরচ করে ২৫ মণ উৎপাদিত রসুনে লাভ হয় শত ভাগ। বর্তমান বাজারের দামে লোকসান না হলেও বাজার মনিটরিংরের দাবি জানিয়েছেন কৃষকরা।

কৃষকরা জানান, কৃষি বিভাগের পরামর্শে প্রায় ২০ বছর আগে জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষকরা রোপা আমন ধান কেটে ওই জমিতেই চাষ না করে রসুন রোপণ করেন। এতে ভালো ফলন পাওয়ার পর পুরো জেলায় এ পদ্ধতি ছড়িয়ে পড়ে। গত বছর ২১ হাজার ৪৩০ হেক্টর জমিতে এক লাখ ৭৮ হাজার ৫৭৮ টন রসুন উৎপাদন হয়।

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

0 comments on “নাটোরে রসুনের দাম কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *