Thursday, 02 January, 2025

সর্বাধিক পঠিত

পতঙ্গ ধরার জন‍্য আলোর ফাঁদ ব‍্যবহার বিষয়ে জানতে চাই।

চাষির প্রশ্নCategory: Questionsপতঙ্গ ধরার জন‍্য আলোর ফাঁদ ব‍্যবহার বিষয়ে জানতে চাই।
Ramala Mukherjee asked 1 year ago

পতঙ্গ ধরার জন‍্য আলোর ফাঁদ ব‍্যবহার বিষয়ে জানতে চাই।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 1 year ago

পতঙ্গ ধরার ক্ষেত্রে আলোর ফাদ পদ্ধতি নিয়ে জানতে চেয়েছেন।

আলোর ফাদ কি?

আলো রাতে পতঙ্গ ও পোকাকে আকৃষ্ট করে। এই বিষয়টাকে কাজে লাগিয়ে ক্ষেত বা ফসল থেকে পোকা দমনের যে পদ্ধতি তাকে আলোর ফাদ পোকা দমন পদ্ধতি বলা হয়। পোকা দমনের আলোর ফাদ পদ্ধতি একটি উপকারি বায়োলজিকাল পদ্ধতি।

বিজ্ঞানিরা বলেন ”দেড় বিঘা জমিতে একটি আলোক ফাঁদ রাখলেই পোকা দমন করা যায়”

বাংলাদেশে ফসলের মাঠে কীটপতঙ্গ শনাক্তকরণ, পর্যবেক্ষণ ও দমনের জন্য ব্যবহার উপযোগী সৌরশক্তি চালিত নতুন আলোক ফাঁদ উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট।

আলোর ফাদ_Light Trap
আলোর ফাদ_Light Trap

অন্ধকার ধানের জমি থেকে বিভিন্ন প্রজাতির পোকা ছুটে এসে আলোর ফাঁদে আটকে পড়ে। আটকে পড়া পোকার মধ্য থেকে ক্ষতিকর পোকা চিহ্নিত করে এসবের গায়ে সঠিক মাত্রায় কীটনাশক ও রাসায়নিক প্রয়োগ করা হয়।

ফসলের মাঠে পোকা দমনের জন্য মূলত রাসায়নিক ব্যবহার করা হয়, যেটা মারাত্মক ক্ষতিকর।

জনপ্রিয় লেখা