Thursday, 02 January, 2025

সর্বাধিক পঠিত

গবাদিপশুর ক্ষুরা রোগের লক্ষন ও করনীয়।

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনগবাদিপশুর ক্ষুরা রোগের লক্ষন ও করনীয়।
মমিনুর asked 4 years ago

ক্ষুরা রোগ ছোয়াছে রোগ। ক্ষুরা রোগ সকল বয়সের গরু-মহিষ ও ছাগল-ভেড়ার ভাইরাসজনিক একটি রোগ। গবাদিপশুর ক্ষুরা রোগের লক্ষন ও করনীয় ?

1 Answers
Niaj Morshed answered 4 years ago

ক্ষুরা রোগ ছোয়াছে রোগ। ক্ষুরা রোগ সকল বয়সের গরু-মহিষ ও ছাগল-ভেড়ার ভাইরাসজনিক একটি রোগ।

গবাদিপশুর ক্ষুরা রোগের লক্ষন ও করনীয়  নিয়ে জানতে চেয়েছেন 

ক্ষুরা রোগ সকল বয়সের গরু-মহিষ ও ছাগল-ভেড়ার ভাইরাসজনিক একটি মারাত্মক অতি ছোঁয়াছে রোগ।

ক্ষুরা রোগের লক্ষণঃ

শরীরের তাপমাত্রা অতি বৃদ্ধি পায়। জিহ্বা, দাঁতের মাড়ি, সম্পূর্ণ মুখ গহ্বর, পায়ের ক্ষুরের মধ্যভাগে ঘা বা ক্ষত সুষ্টি হয়। ক্ষত সৃষ্টির ফলে মুখ থেকে লালা ঝরে, সাদা ফেনা বের হয়। কখনও বা ওলানে ফোসকার সৃষ্টি হয়।
পশু খোঁড়াতে থাকে এবং মুখে ঘা বা ক্ষতের কারণে খেতে কষ্ট হয়। অল্প সময়ে পশু দূর্বল হয়ে পরে। এ রোগে গর্ভবর্তী গাভীর প্রায়ই গর্ভপাত ঘটে। দুধালো গাভীর দুধ উৎপাদন মারাত্মক ভাবে হ্রাস পায়।
বয়স্ক গরুর মৃত্যুহার কম হলেও আক্রান্ত বাছুরকে টিকিয়ে রাখা কঠিন।

ক্ষুরারোগ হলে করণীয় কি ?

আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে।
অসুস্থ পশুর ক্ষত পটাশ বা আইওসান মিশ্রিত পানি দ্বারা ধৌত করে দিতে হবে।
ফিটকিরির পানি ১০ গ্রাম (২ চা চামচ) ১ লিটার পানিতে মিশিয়ে মুখ পরিষ্কার করতে হবে।
সোহাগার খৈ মধু মিশিয়ে মুখের ঘায়ে প্রলেপ দিতে হবে।
নরম খাবার দিতে হবে। পশুকে শুস্ক মেঝেতে রাখতে হবে কোন অবস্থায়ই কাদা মাটি বা পানিতে রাখা যাবেনা।
সুস্থ অবস্থায় গবাদিপশুকে বছরে দুইবার প্রতিষেধক টিকা দিতে হবে।

ক্ষুরা রোগ হলে চিকিৎসাঃ

খাওয়ার সোডা ৪০ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে পায়ের ঘা পরিষ্কার করে সালফানাসাইড পাউডার লাগাতে হবে। সালফানামাইড / টেট্রাসাইক্লিন অথবা উভয় ঔষধ ৫- ৭ দিন ব্যবহার করা যাবে।

জনপ্রিয় লেখা