Friday, 03 January, 2025

সর্বাধিক পঠিত

কৃষি শিক্ষা কি?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যকৃষি শিক্ষা কি?
বিজয় asked 1 year ago

কৃষি অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি সর্বপ্রাচীন এবং সুপ্রতিষ্ঠিত শাখা। কৃষি শিক্ষা কি? কৃষি শিক্ষায় কি নিয়ে আলোচনা করা হয়।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 1 year ago

কৃষি শিক্ষা কি ?

শিক্ষার যে শাখায় ফসল উৎপাদন, হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন , বৃক্ষ রোপণ এবং কৃষি কাজে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে যাবতীয় জ্ঞানও শিক্ষা প্রদান করা হয় তাই কৃষি শিক্ষা।

সহজ ভাষায়, শিক্ষার যে শাখায় কৃষিকাজ নিয়ে আলোচনা করা হয় তাকে কৃষি শিক্ষা বলে।

সাধারণভাবে ভূমির ব্যবহার ও ব্যবস্থপনা, পণ্য উৎপাদন, সংরক্ষণ ইত্যাদি বিষয়াবলি সম্পর্কিত পেশাগত শিক্ষাকে কৃষি শিক্ষা বলে।

জনপ্রিয় লেখা