Monday, 30 December, 2024

সর্বাধিক পঠিত

কুচিয়া কি মাছ ?

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষকুচিয়া কি মাছ ?
রিশিকেশ asked 2 years ago

কুচিয়া দেখতে সাপের মত লম্বাটে। কুচিয়া কি ধরনের প্রানী ? কুচিয়া কি মাছ ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 2 years ago

সাপের মতো দেখতে হলেও কুঁচিয়া একটি মাছ। কুচিয়া মাছ নিয়ে আজকের আলোচনা

  • কুঁচিয়ার ফুলকা বিলুপ্ত তবে শ্বাস-প্রশ্বাসের জন্য মাথার দুই পাশে থলে আকৃতির অঙ্গ রয়েছে।
  • শরীর লম্বা বেলুনাকৃতির এবং স্লাইম নিঃসরিত হয় বিধায় শরীর পিচ্ছিল হয়ে থাকে।
  • বিপদের সময়ে সামনে এবং পেছনে চলাচল করতে পারে।
  • কুঁচিয়া মাছকে আঁশবিহীন মনে হলেও প্রকৃতপক্ষে গায়ে ক্ষুদ্রাকৃতির আঁশ বিদ্যমান যার বেশির ভাগ অংশই চামড়ার নিচে সজ্জিত থাকে।
  • যে কোনো প্রতিকূল পরিবেশ যেমন স্বল্পমাত্রায় অক্সিজেন এবং উচ্চ তাপমাত্রা এরা সহ্য করতে পারে। এছাড়া কম গভীর জলাশয়েও এরা সহজেই বাস করতে পারে।
  • কুঁচিয়া অত্যন্ত শক্তিশালী এবং ধৈর্য শক্তির অধিকারী মাছ। কুঁচিয়া মাটিতে গর্ত করে বা জলজ আবর্জনার নিচে লুকিয়ে থাকতে অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পছন্দ করে।
  • কুঁচিয়া রাক্ষুসে স¦ভাবের ও নিশাচর প্রাণী। প্রকৃতিতে কুঁচিয়া ছোট ছোট পোকামাকড়, জীবন্ত ছোট মাছ, কেঁচো, শামুক-ঝিনুকসহ নানা অমেরুদণ্ডী প্রাণী খেয়ে জীবনধারণ করে থাকে।

জনপ্রিয় লেখা