Saturday, 21 December, 2024

সর্বাধিক পঠিত

আনারসের জেলি তৈরির করার নিয়ম কি ?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যআনারসের জেলি তৈরির করার নিয়ম কি ?

আমি আনারসের জেলি তৈরির নিয়ম নিয়ে জানতে চাই। প্রাকৃতিক ভাবে আনারসের জেলি তৈরি করতে চাই।  কিভাবে আনারসের জেলি তৈরি করা যায়।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 2 years ago

আনারসের জেলি তৈরি করতে যা যা লাগবে

আনারসের রস ১ কেজি, চিনি পরিমাণ মতো, লেবুর রস ১ টেবিল চামচ, সামান্য ভিনেগার

যেভাবে আনারসের জেলি তৈরি করবেন

পাকা আনারস কেটে হাতের চাপে রস বের করে নিতে হবে। এবার তা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিন যাতে কোন আঁশ না থাকে। রসের সঙ্গে স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে জ্বাল দিতে থাকুন। রান্না চলাকালীন সময় চামচ দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি মোটামুটি গাঢ় হয়ে আসলে লেবুর রস দিয়ে দিন।

Pineapple Jelly_আনারসের জেলি
Pineapple Jelly_আনারসের জেলি

ঝাল জেলি খেতে চাইলে স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া দিতে হবে। মিশ্রণটি জ্বাল দেয়ার পর চারভাগের এক ভাগ পরিমাণে নেমে আসলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। ব্যস হয়ে গেল মোহনীয় গন্ধে ভরা সুস্বাদু আনারসের জেলি।

জনপ্রিয় লেখা