Thursday, 28 March, 2024

সর্বাধিক পঠিত

কালোজিরার তেল বানানোর পদ্ধতি

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যকালোজিরার তেল বানানোর পদ্ধতি
সাহেদ asked 1 year ago

কালোজিরা তেল এমন একটি উপাদান যেটা আমাদের ত্বক এবং চুলের জন্য বেশি উপকারী । কালোজিরার তেল বানানোর পদ্ধতি।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 1 year ago

কালোজিরা তেল ব্যবহারে মাথায় চুল ঘন হয়।

কালোজিরার তেল ব্যবহারের নিয়মঃ আস্ত কালোজিরা পানিতে মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন পানিটুকু। এরপর এতে ভিনেগার মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে ব্যবহার করুন। কয়েক ঘণ্টা রেখে বা পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত ৩ দিন এ পদ্ধতি অনুসরণ করুন ২ মাস।

কালিজিরার তেল তৈরির পদ্ধতি

সংগ্রহ কৃত কালোজিরা তেল মাড়াই করা মেশিনে তেল বের করা হয়। এর জন্য সরিষা মাড়াই করা কলে কালোজিরা নিতে পারেন।

কালোজিরা ও মেথি ভালো করে পিষে নিন। এবার একটি কাচের পাত্রে এই গুঁড়ো ঢেলে দিন। নারিকেল তেল এবং ক্যাস্টর অয়েল যোগ করুন এবং ভালভাবে মেশান। এবার পাত্রটি বন্ধ করে সূর্যের আলোতে রাখুন।

জনপ্রিয় লেখা