সব থেকে বেশি সমস্য হয় গলদা এবং বাগদা চিংড়ী চিনতে। গলদা এবং বাগদা চিংড়ীর মধ্যে পার্থক্য কি ?
1 Answers
বাগদা এবং গলদা পার্থক্য বিদ্যমান। Differences between prawn and Shrimp.
তাত্ত্বিকভাবে প্রাপ্তবয়স্ক প্রোন ও শ্রিম্পের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যসমূহ ছক আকারে নিচে দেয়া হল –
পার্থক্যের বিষয় | প্রোন (Prawn) বা ইচা | শ্রিম্প (Shrimp) বা চিংড়ি |
শ্রেণীবিন্যাসে অবস্থান | Decapoda বর্গের অন্তর্গত Pleocyemata উপবর্গের অন্তর্ভুক্ত প্রজাতি | Decapoda বর্গের অন্তর্গত Dendrobranchiata উপবর্গের অন্তর্ভুক্ত প্রজাতি |
তুলনামূলক আকার | প্রাপ্তবয়স্ক অবস্থায় তুলনামূলকভাবে আকারে বড় | প্রাপ্তবয়স্ক অবস্থায় তুলনামূলকভাবে আকারে ছোট |
দেহের গঠন | তুলনামূলক উপর-নিচে চাপা (dorso-ventrally depressed) | তুলনামূলক পাশাপাশি চাপা (laterally compressed) |
ফুলকার গঠন | প্লেটের ন্যায় (plate-like) ল্যামিলার (lamellar) ফুলকা বর্তমান | শাখান্বিত (branching) ফুলকা বর্তমান |
উপাঙ্গের আকার | তুলনামূলকভাবে এদের উপাঙ্গ বড় | তুলনামূলকভাবে এদের উপাঙ্গ ছোট |
চিমটার (Pincer) সংখ্যা | প্রথম দুই জোড়া বক্ষ উপাঙ্গে চিমটা (Pincer) বর্তমান | প্রথম তিন জোড়া বক্ষ উপাঙ্গে চিমটা (Pincer) বর্তমান |
চিমটার (Pincer) আকার | দ্বিতীয় বক্ষ উপাঙ্গের চিমটা সবচেয়ে বড় | প্রথম বক্ষ উপাঙ্গের চিমটা তুলনামূলকভাবে বড় |
দ্বিতীয় উদর খণ্ডের খোলস | উদরের দ্বিতীয় খণ্ডের খোলসের অগ্র ও পশ্চাৎ প্রান্ত যথাক্রমে প্রথম ও তৃতীয় উদর খণ্ডের খোলসে সামান্য উপরিলেপন করে (overlapping) অবস্থান করে | উদরের দ্বিতীয় খণ্ডের খোলসের কেবলমাত্র পশ্চাৎ প্রান্ত তৃতীয় উদর খণ্ডের খোলসে উপরিলেপন করে (overlapping) অবস্থান করে |
উদাহরণ | গলদা চিংড়ি, Freshwater Giant Prawn, Macrobrachium rosenbergii | বাগদা চিংড়ি, Asian Tiger Shrimp, Penaeus monodon |