Saturday, 21 December, 2024

সর্বাধিক পঠিত

ধানের বীজতলা থেকে চারা তোলার উপযুক্ত সময় কোনটি ?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যধানের বীজতলা থেকে চারা তোলার উপযুক্ত সময় কোনটি ?

ধান (বৈজ্ঞানিক নাম Oryza sativa, Oryza glaberrima ) Poaceae(পূর্বনাম: Graminae) গোত্রের দানাশস্যের উদ্ভিদ । ধানের বীজতলা থেকে চারা তোলার উপযুক্ত সময় কোনটি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 2 years ago

ধানের বীজতলা থেকে চারা তোলার উপযুক্ত সময়

ধানের বীজতলার নিচে আচ্ছাদন থাকায় চারাগাছ মাটি থেকে কোনররূপ খাদ্য বা পানি পায় না বলে ৫-৬ ঘন্টা পর পর ভিজিয়ে দিতে হয়।

দু’সপ্তাহের মধ্যেই চারা তুলে নিয়ে রোপণ করা দরকার।

অন্যথায় চারাগাছ খাদ্যের অভাবে মারা যেতে পারে।

জনপ্রিয় লেখা