Saturday, 21 December, 2024

সর্বাধিক পঠিত

ছাগলের ভ্যাক্সিন

ছাগলের পিপিআর ভ্যাক্সিন কোথায় পাওয়া যায়?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

পিপিআর হচ্ছে ছাগলের একটি জীবনঘাতী রোগ যা Peste des Petits Ruminants (PPR) নামক ভাইরাসের কারণে হয়।

পিপিআর রোগ হলে অসুস্থ প্রাণীর জ্বর, মুখে ঘা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট দেখা যায়। অনেক সময় অসুস্থ প্রাণীটি মারাও যেতে পারে।

বিজ্ঞানীদের ভাষায়, এটি একটি মরবিলি ভাইরাস (Morbillivirus) যার ফ্যামিলি হলো প্যারমিক্সো ভাইরাস(Paramyxovirus)।

পিপিআর রোগের টিকা কোথায় পাবেনঃ

পিপিআর রোগের প্রতিরোধের সর্বোৎকৃষ্ট উপায় হলো ছাগল এবং ভেড়াকে নিয়মিত টিকা প্রদান করা।

এ ক্ষেত্রে প্রত্যেক উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারিভাবে পিপিআর রোগের টিকা সরবরাহ করা হয়। আগ্রহী খামারিরা ওই দপ্তর থেকে পিপিআর টিকা সংগ্রহ করতে পারেন।

জনপ্রিয় লেখা