Tuesday, 16 April, 2024

সর্বাধিক পঠিত

ব্রয়লার মুরগির রোগ ও প্রতিকার

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনব্রয়লার মুরগির রোগ ও প্রতিকার

ব্রয়লার মুরগির এসপারজিলোসিস (Aspergillosis Disease) রোগের বা ব্রুডার নিউমোনিয়া ( Brooder Pneumonia) রোগের চিকিৎসা কিভাবে করাবো ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

ব্রয়লার মুরগির এস্পারজিলোসিস (Aspergillosis Disease) রোগের বা ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) একটি ফাঙ্গাস জনিত রোগ। 
প্রতিরোধঃ
যদি বাচ্চা অবস্থায় মুরগীর সমস্যা দেখা যায় তবে শেষ পর্যন্ত ব্যাচে সমস্যা লেগেই থাকে। তাই ব্রুডার নিউমোনিয়াতে যেন বাচ্চা আক্রমন করতে না পারে সতর্ক থাকতে হবে।
লিটার হিসেবে অবশ্যই ধানের তুষ ব্যবহার করতে হবে।কাঠের গুড়া ব্যবহার কমাতে হবে। লিটারে তুতে দিয়ে স্প্রে করা যেতে পারে।
প্রতিকার:-
১। রেজিস্ট্যার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ মত দ্রুত চিকিৎসা নিতে হবে। এ ছাড়া  Enflox-Vet solution/cotrim vet suspension-1 ml/Ltr তিন থেকে পাঁচ দিন খাওয়ালে উপকার হয়।
২। রসুনের রস ভাল কাজ করে।
৩। কপার বা তুতে খাওয়ানো যেতে পারে।

জনপ্রিয় লেখা