Friday, 29 March, 2024

সর্বাধিক পঠিত

খাকি ক্যাম্পবেল হাঁস

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনখাকি ক্যাম্পবেল হাঁস
সেলিম মিয়া asked 4 years ago

আমি একজন নতুন খামারী। খাকি ক্যাম্পবেল হাঁস নিয়ে কাজ করতে চাই। 
আমার প্রশ্ন হলো খাকি ক্যাম্পবেল হাঁস চেনার উপায় কি?  

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

কিভাবে চিনবেন খাকি ক্যাম্পবেল হাঁস ? আসুন জেনে নেই খাকি ক্যাম্পবেল হাঁসের বৈশিষ্ট
খাকি ক্যাম্পবেল হাঁসের প্রধান বৈশিষ্ট্যঃ
খাকি ক্যাম্পবেল হাঁস সাড়ে ৪ মাস বয়স থেকেই ডিম দিতে শুরু করে এবং বছরে প্রায় ৩০০টি পর্যন্ত ডিম দেয়। ডিমের আকারও অপেক্ষাকৃত বড়। এভাবে এ জাত টানা ১-৩ বছর পর্যন্ত এই হারে ডিম পাড়ে। পরে ডিম পাড়ার হার কমে এলেও তা দেশি হাঁসের তুলনায় বেশি।খাকি ক্যাম্পবেল  হাঁসের মাংসও মুরগির মতোই পুষ্টিকর।
পুরুষ হাসা এবং ডিম পাড়ার পর স্ত্রী হাঁসকে মাংস হিসেবে ব্যবহার করা যায়। খাকি ক্যাম্পবেল জাতের হাঁস বেশ কষ্টসহিষ্ণু।
এই হাস পালনে বেশি পানিরও প্রয়োজন হয় না। কেবল খাবার ও গলা ডোবানোর জন্য প্রয়োজনীয় পানি পেলেই এরা সহজ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে।
তাই পুকুর বা অন্যান্য জলাশয় ছাড়াই এই হাস পালন সম্ভব। ডিম উৎপাদনের জন্য খাকি ক্যাম্পবেল জাতের ক্ষেত্রে পুরুষ হাঁসের উপস্থিতি প্রয়োজন হয় না, অথচ দেশি হাঁসের ক্ষেত্রে পুরুষ হাসের প্রয়োজন হয়।

জনপ্রিয় লেখা