Tuesday, 05 November, 2024

সর্বাধিক পঠিত

কালোজিরা বপনের সময়

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যকালোজিরা বপনের সময়
সাহেদ asked 2 years ago

পুষ্টিগুন ভরপূর কালোজিরার চাষ করতে প্রয়োজন সঠিক সময়ে কালোজিরার বপন। কালোজিরার বপনের সঠিক সময় কখন ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 2 years ago

কালিজিরা আবাদের জন্য চাই শুকনা ও ঠাণ্ডা আবহাওয়া।   বৃষ্টি হলে আগাছা, রোগ বালাই বেড়ে যায়, ফুল ফোটার সময় হলে ফলন কমে যায়। মাটি ৩ থেকে ৪বার চাষ দিতে হয়।এরপর  মই দিয়ে মাটি ঝুরাঝুরা করে নিতে হয়। বীজ বপন করার সময় আগাছা পরিষ্কার করে জমি সমতল করে নিতে হয়।
কালিজিরা বপনের সময়
সাধারণত বীজ বপন করা যায় অক্টোবর-নভেম্বর মাসে। ।  বৃষ্টির সম্ভাবনা না থাকলে অগ্রহায়ণের শেষ দিকেই লাগানো যায় কালোজিরা। পৌষের প্রথমে লাগানো হলে বৃষ্টির সম্ভাবনা থাকে না।কমপক্ষে  ১৫x১০ সেন্টিমিটার দূরত্বে সারি করে বীজ বপন করতে হয়। ৪ ইঞ্চি গর্তে ২-৩টি করে বীজ পুঁতে দিতে হয়। বীজ বপনের আগে ভালো করে ধুয়ে ধুলাবালি ও চিটা বীজ সরিয়ে নিতে হবে। ভেজা বীজ বপন করা ঠিক হবে না।

জনপ্রিয় লেখা