Saturday, 27 April, 2024

সর্বাধিক পঠিত

টমেটোতে কি কি ভিটামিন আছে?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যটমেটোতে কি কি ভিটামিন আছে?
আবিদ asked 9 months ago

টমেটোতে কি কি ভিটামিন আছে? টমেটো খাওয়ার উপকারিতা কি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 9 months ago

এক কাপ বা ১৮৯ গ্রাম টমেটোতে আছে ৩৮ শতাংশ ভিটামিন সি, ৩০ শতাংশ ভিটামিন এ, ১৮ শতাংশ ভিটামিন কে, ১৩ শতাংশ পটাশিয়াম ও ১০ শতাংশ ম্যাঙ্গানিজ। এ ছাড়াও আছে ভিটামিন ই, লৌহ, ফলেট ও আঁশ।

টমেটোতে আছে অ্যান্টি-অক্সিডেটিভ প্রভাব, যা কোষকে বুড়ো হতে দেয় না। এ ছাড় নানা রকম ক্যানসার প্রতিরোধ করতে পারে টমেটো।

এতে রয়েছে লাইকোপিন শরীরে গ্রোথ হরমোন নিঃসরণে প্রভাব ফেলে। এ ছাড়া বিপাকীয় প্রক্রিয়া দ্রুত করে শরীরে তাপ উৎপাদন করে। এতে শরীরের মেদ কমে।

জনপ্রিয় লেখা