Monday, 30 December, 2024

সর্বাধিক পঠিত

অতিরিক্ত তাপমাত্রায় পুকুরে কি নতুন পোনা ছাড়তে পারবো?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যঅতিরিক্ত তাপমাত্রায় পুকুরে কি নতুন পোনা ছাড়তে পারবো?
Juena Islam asked 4 years ago

অতিরিক্ত গরমে পুকুরে পোনা ছাড়া কতটা ঠিক??

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

আপনি জানতে চেয়েছেন অতিরিক্ত গরমে পানিতে মাছের পোনা ছাড়বেন কিভাবে ? অতিরিক্ত গরমে পুকুরে মাছ চাষ। অতিরিক্ত গরমে পুকুরে মাছের পোনা ছাড়ার নিয়মঃ
বর্তমানে কিছুদিন যাবত কোন বৃষ্টিপাত নাই। সূর্যের প্রখর তাপে পুকুরের পানির তাপমাত্রা দিনের বেলায় অনেক বেড়ে যায়। এমতবস্থায় কিভাবে পুকুরে মাছের পোনা ছাড়বেন
১। একটি আর্দশ পুকুরের পানির ৪ ফিট গভিরতা থাকে। যদি পানির গভিরতা ৪ ফিট থাকে সেক্ষেত্রে আপনি সকালে এবং বিকালে মাছ ছাড়তে পারবেন।
২। মাছ ছাড়ার পূর্বে পোনাকে পানিতে তাপমাত্রার সাথে সামবস্থা করে নিতে হবে। হঠাত করে মাছের পোনা পুকুরে ছাড়া যাবে না।
৩। পোনা ছাড়ার পর নিয়মিত নতুন পানি যোগ করতে পারলে ভাল।
৪। খাবার প্রয়োজনের তুলনায় কম দিতে হবে।
৫। রাত ১২ টার পর এবং ভোর রাতে পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হলে অক্সিজেন ট্যাবলেট এবং পানির আন্দোলন করে অক্সিজেন সরবরাহ করতে হবে।
৬। কোন অবস্থাতে গরমে বেশি ঘনত্বে মাছ ছাড়া যাবে না।

জনপ্রিয় লেখা