মাছ চাষের পুকুরে খৈল ব্যবহার কেন করা হয়? আমি পুকুরে মাছ চাষ করি। রেনুর পুকুরে খইল দিলে কি মাছের রেনুর কোন ক্ষতি হবে ?
পুকুরে খৈল দেওয়ার নিয়ম;
সরিষার খৈলে (গ্লোকোসাইনোলেট) নামক এক উপাদান থাকে, এই উপাদান মাছের ক্ষতি করে ও বৃদ্ধি বিরোধী কাজ করে।
এজন্য খৈল সাধারণত ১৮-২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে এই উপাদান নষ্ট হয়ে যায়!
সব সময় খৈল ১৮-২৪ ঘন্টা ভিজেয়ে রেখে খৈল পুকুরে দিতে হয়।
রেনুর পুকুরে খৈল দিলে ভাল। কিন্তু মনে রাখবেন তেলাপিয়া কিংবা পাঙ্গাসের নার্সারি পুকুরে খৈল না দেওয়ায় উত্তম।
![](https://i0.wp.com/agrobd24.com/wp-content/uploads/2020/07/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%96%E0%A7%88%E0%A6%B2.jpg?resize=500%2C500&ssl=1)
মাছ চাষের পুকুরে খৈল দেবার ক্ষেত্রে সতর্কতাঃ
মেশিনে তৈরি খৈল ব্যবহারে ক্ষতির পরিমান কম কারন মেশিনে তৈরি খৈলে তেলের পরিমান কম থাকে।
রেপসিড খৈল বেশি ভাল।
খৈল না ভিজিয়ে কখনো পুকুরে দিবেন না।
প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য খৈলের সাথে ইউরিয়া এবং টি এস পি স্যার দিতে হবে।