Friday, 13 December, 2024

সর্বাধিক পঠিত

জ্বরে আনারসের উপকারিতা কি?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যজ্বরে আনারসের উপকারিতা কি?
Mamun asked 4 years ago

আনারসের অনেক উপকারের কথা তো লোকমুখে শুনি। জ্বরে আনারসের উপকারিতা কি? জানতে চাই

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

জ্বরে আনারসের উপকারিতা নিয়ে আমরা এবার আলোচনা করব।
জ্বর সারাতে আনারস খুবই কাজে দেয়। তাই জ্বরে আনারস জুস খেতে পারেন।
আনারস ভিটামিন এ, বি ও সি এর একটি উৎকৃষ্ট উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, ব্রোমেলেইন, বিটা-ক্যারোটিন, মিনারেল, শর্করা, ফাইবার, আয়রন, প্রোটিন ও সহজপাচ্য ফ্যাট খুবই অল্প পরিমাণে।
প্রতি কেজি আনারস থেকে প্রায় ৫০০ ক্যালরি শক্তি পাওয়া যায়।
আনারসে প্রচুর পরিমাণ ভিটামিন সি বিদ্যমান থাকায় এবং এতে ফ্যাট-এর পরিমাণ একেবারেই কম হওয়ায় এই ফল ওজন কমাতে সহায়ক।
আনারস রুচিবর্ধক ফল। তাই, মুখে রুচি না পেলে আনারস খান। এতে প্রচুর ক্যালসিয়াম, মিনারেলস, ম্যাংগানিজ ও ভিটামিন থাকে। মুখের ভেতরের জীবাণুর আক্রমণ রোধ করে।
আনারস সারা দিনের ক্লান্তি দূর করবে। আনারস খেতে পারেন জুস করে কিংবা সালাদে।

জনপ্রিয় লেখা