Thursday, 15 May, 2025

সর্বাধিক পঠিত

খাবারে বিষ মিশিয়ে ৩ গরু হত্যা


খাবারে বিষ মিশিয়ে এক খামারীর তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) চুয়াডাঙ্গার জীবননগরের পিয়ারাতলা গ্রামে রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

পিয়ারাতলা গ্রামের খামারী আজম মন্ডল জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিতে গিয়ে দেখি একটি গরুর মুখ দিয়ে লালা পড়ছে। এর কিছুক্ষণ পরই গরুটা মারা যায়। তার আধা ঘণ্টার মধ্যে বাকি দুটি গরুরও একই লক্ষণ দেখা দেয়। কিছুক্ষণ পর গরু দুটিও মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনার পর পশু চিকিৎসককে বাড়িতে ডেকে অনলে তিনি গরুর লক্ষণ দেখে জানান- খাবারের বিষ মিশিয়ে গরুগুলো হত্যা করা হয়েছে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন
দেশীয় গরুর জাত রক্ষায় রোডম্যাপ গ্রহণ জরুরি: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “গরুর দেশি জাত হারিয়ে যাচ্ছে—এ কথা সঠিক নয়। বরং বিদেশি জাত আমদানির প্রবণতা Read more

গ্রামীণ অর্থনীতির সম্ভাবনাময় খাত: মাসকোভি হাঁস পালন

গ্রামীণ অর্থনীতিতে হাঁস পালন একটি লাভজনক ও টেকসই উদ্যোগ হিসেবে পরিচিত। এর মধ্যে মাসকোভি হাঁস (যাকে অনেকেই 'চীনা হাঁস' নামে চেনেন) বিশেষভাবে Read more

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

0 comments on “খাবারে বিষ মিশিয়ে ৩ গরু হত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ