Wednesday, 22 January, 2025

সর্বাধিক পঠিত

শিমের ব্যাপক ফলন হয়েছে মেহেরপুর জেলায়, আশাবাদী কৃষক


চলতি মৌসুমে শিমের ব্যাপক ফলন হয়েছে মেহেরপুরে

শীতকালীন সবজির সময় এখন। আর শিম শীতকালীন সবজি হিসেবে খুব জনপ্রিয়। শীত মৌসুম শুরুর দিকে এর উৎপাদন কম হয়। ফলে বাজারে শিমের দাম খুব বেশি থাকে। মেহেরপুরের চাষিরা বেশি দামে শিম বিক্রির আশায় শিম চাষে ঝুঁকে পড়েছেন। তারই প্রেক্ষিতে এবার শিমের ব্যাপক ফলন হয়েছে এই জেলায়। অসময়ে শিমের দামে অধিক লাভবান হবার সুযোগ থাকে। তবে এবার শিমের ব্যাপক ফলন হবার কারণে লাভের আশায় বুক বাঁধছেন।

চলতি মৌসুমে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না। আর তাই শিমের ব্যাপক ফলন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

যার কারণে শিম বিক্রি করে চাষিরা বেশ লাভবান হচ্ছেন।

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

প্রায় সাড়ে পাঁচশো হেক্টর জমিতে এবার চাষ হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার শিম চাষ হয়েছে জেলার ৩ উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ৫৫০ হেক্টর জমিতে।

এসকল আবাদের মধ্যে সদর উপজেলায় ৩০০ হেক্টর এবং মুজিবনগর ও গাংনী উপজেলায় ১৫০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে।

সরেজমিনে মেহেরপুর জেলায় দেখা গেছে, জেলার সদর উপজেলার বারাদি, পাটকেলপোত, কাঁঠালপোতা, সোনাপুর, পিরোজপুর, টুঙ্গি ও গহরপুরসহ বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণ শিমের চাষ হয়েছে।

এসব শিমের চাষে এখন ব্যাস্ত সময় পার করছেন চাষিরা।

কেউ শিমক্ষেতে সেচ ও কীটনাশক দিচ্ছেন তো আবার কেউ শিম গাছের পরিচর্যা করছেন।

নতুন চাষ পদ্ধতি অবলম্বন করে স্বাবলম্বী

শিমের নতুন চাষ পদ্ধতি অবলম্বন করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।

অন্যান্য সবজির মতো শিমে তেমন ভাইরাস এর আক্রমণ হয় না।

প্রায় সব ধরনের মাটিতেই শিমের চাষ হলেও, পানি নিষ্কাশনযুক্ত দো-আঁশ মাটি খুবই উপযুক্ত।

যেকোন স্থান যেমন পুকুর পাড় অথবা জমির আইলে এসবজি চাষ করা যায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন।

তিনি জানান, চলতি মৌসুমে শিমের ব্যাপক ফলন হয়েছে।

আবহাওয়া ভালো থাকার কারণে শিম চাষে কৃষক বেশি লাভবান হবেন।

স্বল্প পুঁজি দিয়েই অল্প জমিতে শিম চাষ করা হয়।

এই শীতকালীন ফসল চাষ করে বেশ লাভবান হবার সুযোগ রয়েছে।

সেকারণে চাষিরা প্রতিবছর শিমের চাষ করেন।

এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে শিমের ব্যাপক ফলন হয়েছে।

এতে চাষিদের মুখে হাসি ফুটেছে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ।

তিনি বলেন, সবজি চাষের জন্য মেহেরপুরের মাটি অনেক ভালো।

এবছর মেহেরপুর জেলার ৩ উপজেলার বিভিন্ন মাঠে ৫৫০ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে।

শিমের ফলন ভালো হবার কারণে কৃষক ভালো দাম পাচ্ছেন।

কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের সহযোগিতার জন্য সবসময় পাশে রয়েছে বলে জানান তিনি।

0 comments on “শিমের ব্যাপক ফলন হয়েছে মেহেরপুর জেলায়, আশাবাদী কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *