মৎস্য অধিদপ্তরের এই প্রথম কোন মহাপরিচালক কে গ্রেড-১ পদোন্নতি দেয়া হল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সোমবারের একটি আদেশে গ্রেড-১ মর্যাদায় ৩০ সংস্থার প্রধান কে পদোন্নতি দেয়া হয়।
মৎস্য অধিদপ্তরের প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগদান করেন কাজী শামস আফরোজ।
গত ১৭ সেপ্টেম্বর ২০১৯ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কাজী শামস আফরোজ ১৯৮৪ সালে মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। পরে তিনি ইন্সটাক্টর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা উপপরিচালক পরিচালক এবং মৎস্য অধিদপ্তরের পরিচালকের (অভ্যন্তরীণ) দায়িত্ব পালন করেন।
কাজী শামস আফরোজের বাড়ি রাজশাহীর রাজপাড়া থানার কাজীহাটায়। তিনি বাংলাদেশ কৃষি বিদ্যালয় মৎস্য বিষয়ে অনার্স সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন। কাজের অংশ হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন।
MD Shahnewaz Kabir
November 20, 2020 at 7:47 pmCongratulations!!!
Shasunnnahar
November 18, 2020 at 11:52 amCongratulation for her gloriupus success