Saturday, 12 July, 2025

সর্বাধিক পঠিত

পুকুরে রাক্ষুসে মাছ দূর করার উপায় কি ?


রাক্ষুসে মাছ

রাক্ষুসে মাছ (Predator Fish) দূরীকরণ মাছ চাষের গুরত্বপূর্ন একটি বিষয়। বোয়াল, শোল, গজার, টাকি, চান্দা, চিতল এবং ফলি ইত্যাদি রাক্ষুসে মাছ। পুকুরে রাক্ষুসে মাছ থাকলে তা চাষের পোনা এবং মাছের খাবার খেয়ে ফেলে।

রাক্ষুসে মাছ (Predator Fish) দূর করার পদ্ধতিঃ

১। ঘন ফাসের জাল টেনেঃ মাছ ছাড়ার পূর্বে পুকুর শুকিয়ে রাক্ষুসি মাছ দূর করার ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে ঘন ফাসের জাল টেনে রাক্ষুসে মাছ দূর করতে হয়।

আরো পড়ুন
বর্ষার মাঝেও বাজারে ইলিশের টান, দাম ছুঁয়েছে আকাশচুম্বী

বর্ষার ভরা মৌসুমেও বাজারে ইলিশের দেখা মিলছে না বললেই চলে। দক্ষিণাঞ্চলের মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় এবং যা পাওয়া Read more

একদিন বয়সী মুরগির বাচ্চার দামে রেকর্ড পতন: অস্তিত্ব সংকটে ছোট ও মাঝারি হ্যাচারি

দেশের পোল্ট্রি শিল্পে অস্থিরতা নতুন নয়। তবে, সম্প্রতি একদিন বয়সী ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার (ডিওসি) দামে নজিরবিহীন পতন দেখা Read more

২। পুকুর শুকানোঃ এর মাধ্যমে দুই-ধরনের উপকার হয় রাক্ষুসে মাছ দুর হয় এবং পুকুরের তলা শুকিয়ে ক্ষতিকর গ্যাস দুর হয়

৩। পুরাতন পানি অপসারন করা না গেলে,যথা সম্ভব পানি কমিয়ে প্রতি শতাংশে প্রতি ফুট পানির গভিরতায়   ৩০-৪০ গ্রাম হারে রোটেনন পাউডার প্রয়োগ করা। কিভাবে রোটেনন ব্যবহার করবেন ? জানতে পড়ুন – মাছ চাষে রোটেনন এর প্রভাব এবং ব্যবহার

৪। অন্য কেমিক্যাল ব্যবহার যেমনঃ ট্যাব ফোসটক্সিন শতাংশে দুটি, টি সিড মিল (ACI)

0 comments on “পুকুরে রাক্ষুসে মাছ দূর করার উপায় কি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ