ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে কারেন্ট জাল, মশারি জাল, বেড়জাল দিয়ে নিধন করা হচ্ছে জাটকা ইলিশ। গত কয়েক দিন ধরে উপজেলার পদ্মা নদীতে জাটকা ইলিশ নিধনের মহোৎসব চালিয়ে যাচ্ছে দুর্বৃত্ত জেলেরা।
স্থানীয় সূত্র জানায়, এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে দিন-রাত জাটকা নিধনের মহড়া চালাচ্ছে। এ বিশাল পদ্মার বুকজুড়ে ছড়িয়ে ছিটিয়ে প্রতিদিন শতাধিক ইঞ্জিনচালিত ট্রলার ও কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধন করা হচ্ছে।
সূত্র জানায়, পদ্মা নদীর দিয়ারা গোপালপুর মৌজা, চর কল্যানপুর মৌজা, চর কালকিনিপুর, চর তাহেরপুর, চর মির্জাপুর, চর শালেপুর, উত্তর শালেপুর, ভাটি শালেপুর, চর হাজীগঞ্জ মৌজা, চর মোহনমিয়া, মাঝিকান্দি, চরহরিরামপুর, চর ঝাউকান্দা, চর হোসেনপুর, জাকেরের সুরা মৌজা, টিলারচর মৌজা, মাথাভাঙ্গা ও চর মঈনূট মৌজার বিশাল বিশাল জলমহলে দিন-রাত চালানো হচ্ছে জাটকা নিধনের মহড়া। আটককৃত জাটকা ইলিশগুলো বিক্রির ধুম পড়েছে বিভিন্ন হাট-বাজারে।
এ ব্যাপারে রোববার উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান বলেন, আমার নতুন পোস্টিং হয়েছে। পদ্মা নদীতে জাটকা নিধনের বিষয়টি অবগত হলাম। খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া দেশের পাবনা জেলা, সিরাজগঞ্জ, দৌলতদিয়া, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পেশাদার জেলেদের লাখ লাখ টাকা দাদন দিয়ে নিধন করা হচ্ছে জাটকা ইলিশ। আর দাদন ব্যবসায়ী আড়তদারদের ছত্রছায়ায় শত শত জেলেরা প্রতিদিন মণকে মণ জাটকা ইলিশ নিধন করে চলেছে বলে জানা যায়।