Tuesday, 04 March, 2025

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন


শীতকালীন সবজি লাউ চাষ এর বিষয়ে জানা খুব গুরুত্বপূর্ণ

নেত্রকোনায় শীতকালীন সবজি লাউয়ের ভালো ফলন হয়েছে। লাউ চাষ করেও যে স্বাবলম্বী হওয়া যায় সেই দৃষ্টান্ত তৈরি করেছেন এ অঞ্চলের বহু কৃষক।

নেত্রকোনার কেন্দুয়া, বারহাট্রা ও সদর উপজেলা সহ প্রায় ২০ টি গ্রাম আমন ধানে ক্ষতিগ্রস্থ হয় কৃষক। তার ক্ষতি পুষিয়ে নিতে চাষ করেন লাউ। এবং তাতেই বাজিমাত কৃষক। লাউ চাষ ফলন হয়েছে বাম্পার।

রবিশস্যের চাষাবাদে ঝুকেছেন কৃষক। বিষমুক্ত পদ্ধতিতে লাউয়ের চাষে ভাল ফলনের পাশাপাশি পাচ্ছেন ভাল বাজার দাম। এতে খুশি প্রান্তিক কৃষক। প্রতি হেক্টর জমিতে লাউ আবাদ হয়েছে ৪০-৫০ মেট্রিকটন।

আরো পড়ুন
মৎস্য খাতে তরুণদের আগ্রহ আশাব্যঞ্জক: ফরিদা আখতার
fish conference

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণদের মধ্যে মৎস্য খাতে কাজ করার প্রতি যে আগ্রহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত Read more

পাবদা (Ompok pabda) মাছের লাভজনক চাষ পদ্ধতি

পাবদা মাছ (Ompok pabda) বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটি মাছ। এটি দ্রুত বর্ধনশীল এবং চাহিদাও বেশি। সঠিকভাবে চাষ করলে Read more

জমির উদ্দিন নামে কৃষক বলেন, কেচো ও ভার্মি কম্পোষ্ট সারের মাধ্যমে বিষ মুক্ত লাউয়ের চাষে সে ৩০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। আর ২০ হাজার টাকার লাউ বিক্রির আশা করছেন।

প্রতি পিচ লাউয়ের বাজার মূল্য ৪০ টাকা যা বাজারে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা প্রতি দরে। বন্যার পর কৃষক রবিশস্যের লাউ চাষে লাভবান হচ্ছে কৃষক।

ধান চাষের চেয়ে লাউ চাষে কৃষক বেশি লাভবান হয়েছেন। পেয়েছেন লাউয়ের ভাল বাজার দাম।

0 comments on “নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ