জয়পুরহাট চিনি কল লিমিটেড বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল।
জয়পুরহাট চিনিকলে ২০২২-২০২৩ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৬০তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৬৬ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবার মাড়াই মৌসুম শুরু করলো।
শুক্রবার বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) ও সরকারের যুগ্ম সচিব খন্দকার আজিম আহমেদ।
জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান।
আখ মাড়াই মৌসুম শুরু উপলক্ষে জয়পুর-হাট চিনিকলের অধিন ১০ টি সাব জোনের আখ ক্রয় কেন্দ্র গুলো ইতোমধ্যে মেরামত ও সংস্কার করা হয়েছে। অন্যান্য ফসলের দামের সঙ্গে সঙ্গতি রেখে আখের মূল্যও বাড়িয়েছে সরকার। এবার মিলগেটে আখের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৪ হাজার ৪৫০ টাকা এবং বাইরের ক্রয় কেন্দ্রের জন্য ৪ হাজার ৪৪০ টাকা।