Saturday, 11 January, 2025

সর্বাধিক পঠিত

ছাগল ও ভেড়ার কৃমির ঔষধ এবং ব্যবহার


ছাগল ও ভেড়ার কৃমি রোগ একটি প্রোটোজোয়ান প্রানী দ্বারা আক্রান্ত রোগ। এ রোগের আক্রমনে ছাগল ও ভেড়ার ক্ষুধামন্দা, ঘনঘন শ্বাস-প্রশ্বাস, পানিশূন্যতা, উদাসীনভাব, চলাফেরায় দুর্বলতা, মারাত্মক পাতলা পায়খানা দেখা দেয়। থুতলির নিচে পানি জমা হতে পারে। মিউকোজা ফ্যাকাশে দেখাবে।

ছাগলের ও ভেড়ার জন্য ক্ষতিকর কৃমি গুলো হচ্ছে

১. গোলাকৃতির কৃমি (Roundworm)

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

২. কলিজা কৃমি (Liver flukes)
৩. ফিতা কৃমি (Tapeworm)

আরো অনেক জাতের আছে। মূলত এই তিনটা বেশি ক্ষতিকর। বাজারে অনেক রকমের কৃমির ঔষধ পাওয়া যায় এবং  অনেক সময় বুঝে উঠতে পারিনা কোন সময় কোন ঔষধ খাওয়াবো তাই এই ব্যাপারে একটা ধারণা দেয়া হলো

এখানে ৪ ধরণের কৃমির ঔষধ নিয়ে আমরা আলোচনা করবো যেগুলি ব্যবহার করে আমরা ভালো ফলাফল পেয়েছি।

এইখানে যে ঔষধ গুলোর নাম উল্লেখ করবো তা সাধারণ জেনেরিক নাম যা আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাবেন কিন্তু জেনেরিক নাম সব সময় একই হবে।

আপনি এই নাম গুলো যেকোন ফার্মাসিতে দেখালে দিয়ে দিবে আশাকরি

১) Albendazole
কলিজা কৃমি এবং ফিতা কৃমি Tapworm and flukes.

২) Triclabendazole 5% and Ivermectine 0.1%

ছোট বড় কলিজা কৃমি Immature & Mature liver fluke [Fasciola gigantica and Fasciola hepatica]

গোলাকৃতির কৃমি (Roundworms), ফুসফুসের কৃমি (Lungworms) and নাকের ভিতর যে কৃমি হয় (Nasal Bot)

৩) Levamisole Hydrochloride & Oxyclozanide ছোট ছোট চ্যাপ্টা ধরণের কৃমি (Fluke)

৪) Closantel Sodium Dihydrate কলিজা কৃমি (Liver fluke),গোলাকৃতির কৃমি Roundworm, Lice.

ছাগল ও ভেড়ার কৃমি রোগের জীবনচক্র

ছাগল বা ভেড়ার বাচ্চা ১ থেকে ৩ মাস

প্রথম মাসে Albendazole [Jan, Apr, Jul, Oct]

দ্বিতীয় মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Feb, May, Aug, Nov]

তৃতীয় মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [Mar, Jun, Sep, Dec]

এই ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কৃমি ঔষধ দিতে হবে। পাশে উল্লেখিত মাস গুলো খেয়াল করলে বুজতে পারবেন।

ভেড়া পালনঃ

বেকারের কর্মসংস্থান সহ সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে।

ভেড়া পালনে যত্ন ও চিকিৎসা নিয়ে জ্ঞান থাকলে ভেড়ার খামার (sheep farming) করে আর্থিক উন্নয়ন সহ দেশের মাংস উৎপাদন করা যায়।

<yoastmark class=

ভেড়া পালন একটি লাভজনক কৃষি- পড়ুন ভেড়া পালনে যত্ন ও চিকিৎসা

প্রাপ্ত বয়স্ক ছাগী জন্য কৃমির ঔষধ

প্রথম মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Jan]

পঞ্চম মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [May]

নবম মাসে Closantel Sodium Dihydrate [Sep]

বাচ্চা হওয়ার পাঁচদিন পর থেকে ২০ দিনের ভিতর Albendazole.

প্রাপ্ত বয়স্ক পাঠা ও খাসি কৃমির ঔষধ

প্রথম মাসে Triclabendazole 5% and Ivermectine 0.1% [Jan]

চতুর্থ মাসে Levamisole Hydrochloride & Oxyclozanide [Apr]

সপ্তম মাসে Closantel Sodium Dihydrate [Jul]

দশম মাসে Albendazole [Oct]

৩ মাসের উপর বয়স্ক সকল ছাগল বা ভেড়াদের প্রাপ্তবয়স্ক তালিকা মোতাবেক ঔষধ দিতে হবে। তবে ঔষধের পরিমান সবসময় ছাগলের ওজনের উপর ভিত্তি করে দিতে হবে।

কৃমির ঔষধ ব্যবহার এর নিয়ম

কৃমির ঔষধ দেয়ার আগে ১২ থেকে ২৪ ঘন্টা এবং পরে ২ ঘন্টা ছাগল বা ভেড়া কে কোনো প্রকার খাবার দেয়া যাবেনা।

উত্তম সময় হলো সকাল বেলা যার ফলে আগের দিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত মোট ১২ ঘন্টা সময় খালি পেট থাকে।

সঠিক ভাবে খামার ব্যবস্থাপনা করলে ছাগল পালনে লাভবান হওয়া যায়।

0 comments on “ছাগল ও ভেড়ার কৃমির ঔষধ এবং ব্যবহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *