Friday, 08 August, 2025

গণমাধ্যমকে সচেতন হবার আহবান কৃষিমন্ত্রীর


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। সম্প্রতি তাঁকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গণমাধ্যমকে সচেতন হবার আহবান জানিয়েছেন মন্ত্রী। সংবাদের কথা উল্লেখ করে বলেন, ভুঁইফোড়, লালকাগজ, সবুজকাগজ কিছু পত্রিকা একদম ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার করেছে। এধরণের খবরের সামান্যতম ভিত্তি নেই বলে তিনি জানান। কোনো শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এ ধরনের ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার করেনি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন ভুঁইফোড় পত্রিকায় প্রকাশিত সংবাদ যাছাই-বাছাই ব্যাতিরেকেই কিছু শীর্ষস্থানীয় পত্রিকা তা প্রচার করেছে। তারা খবরের সত্যতা ও সূত্র ভালোভাবে যাচাই করেনি বলেই তার মন্তব্য। গণমাধ্যমকে সচেতন হবার আহবান জানিয়ে তিনি বলেন সংবাদ প্রচারে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া উচিত।

এমন সংবাদ ভিত্তিহীন ও অসত্য- কৃষিমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয় থেকে একথা বলেন তিনি।

আরো পড়ুন
ভেনামী চিংড়ি চাষে রোগের কারন, লক্ষন, প্রতিকার এবং চিকিৎসা

ভেনামী চিংড়ি (Vannamei shrimp, Litopenaeus vannamei) চাষ বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে রোগবালাই এই চাষে অন্যতম Read more

বিদেশি আনারসের পরীক্ষামূলক চাষে সাফল্য, নতুন দিগন্তের হাতছানি

দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করে ভালো ফলন পাওয়া গেছে ফিলিপাইনের বিখ্যাত 'এমডি-২' জাতের আনারসের। কৃষি বিভাগ মনে করছে, এই Read more

অনলাইনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কৃষিমন্ত্রী ভাত খাওয়া কমাতে বলেছেন এ বিষয়ে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়।

এর আগে ‘ভাত খাওয়া কমালে দেশে চালের চাহিদা কমে যাবে’- এমন সংবাদের প্রতিবাদও জানানো হয়েছে কৃষিমন্ত্রীর দপ্তর থেকে।

মন্ত্রী বলেন, দেশে করোনাকালেও দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় খাদ্যের সংকট নেই।

কোনো মানুষ না খেয়ে নেই উল্লেখ করে তিনি বলেন, সবার জন্য পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।

মন্ত্রী আরও জানান, বর্তমান তাদের অন্যতম লক্ষ্য হলো সব মানুষের জন্য পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করা।

মানুষকে পুষ্টিজাতীয় খাবার দুধ, মাছ, মাংস, ডিম, ফলমূল প্রভৃতি খাবারের নিশ্চয়তা দিতে চায় সরকার।

আরও মেধাবী হিসেবে গড়ে তুলতে চান তরুণ ও আগামী প্রজন্মকে।

চ্যালেঞ্জ মোকাবিলা করে এ লক্ষ্য আমরা অর্জন করার কথা বেশ কিছু অনুষ্ঠানে বলার কথা তিনি উল্লেখ করেছেন।

বর্তমান সরকার নিরলসভাবে সে জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন বলে তিনি জানান।

মন্ত্রী উল্লেখ করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল এই ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচারিত করেছে।

এই সভায় আরও জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে ৭০টি প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন।

এসকল প্রকল্পের মোট বরাদ্দ ২ হাজার ৯৫৮ কোটি টাকা।

সেপ্টেম্বর ২০২১ ১০ দশমিক ৭৭ শতাংশ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে।

এ সময়ে ৮ দশমিক ২৬ শতাংশ জাতীয় গড় অগ্রগতি হয়েছে।

0 comments on “গণমাধ্যমকে সচেতন হবার আহবান কৃষিমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ