Wednesday, 16 April, 2025

সর্বাধিক পঠিত

কৃষি গবেষণায় কানাডার সহায়তা পাবে বাংলাদেশ


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

বাংলাদেশে আঞ্চলিক অফিস চালু করেছে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস)। এই আঞ্চলিক অফিস স্থাপন করা হয়েছে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে। এর মাধ্যমে কৃষি গবেষণায় কানাডার সহায়তা পাবে বাংলাদেশ। কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যেসহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে গবেষণা বিষয়ে। অন্যদিকে গবেষণাকেন্দ্রটি বাংলাদেশের কৃষি গবেষকদের জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলায় উন্নত জ্ঞান ও দক্ষতা অর্জনে  সাহায্য করবে।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জিআইএফএস এর আঞ্চলিক অফিস উদ্বোধন করেন

গত রোববার কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বিএআরসিতে এ অফিসের উদ্বোধন করেন।

আরো পড়ুন
কক্সবাজার উপকূলে ১০ হাজারের বেশি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত

চলতি মৌসুমে কক্সবাজার ও সেন্টমার্টিন উপকূলে কচ্ছপের ডিম সংরক্ষণ ও বাচ্চা প্রজননে তৎপরতা বেড়েছে। বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা Read more

হালদা নদীতে মা মাছের আগমন, ডিম আহরণে প্রস্তুতি তুঙ্গে
হালদার মা মাছ

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের আনাগোনা শুরু হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের শুরুতে এই নদীতে ডিম Read more

কৃষিমন্ত্রী এ সময় বলেন, কানাডার সাস্কাচুয়ান অঞ্চলের সুনাম বিশ্বজুড়ে।

বহুমুখী ও মানসম্পন্ন কৃষি-খাদ্য উৎপাদনে তাদের এই খ্যাতি।

ঢাকায় এ অফিস চালুর ফলে কৃষি খাতে তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।

একই সঙ্গে কৃষি খাতে বাংলাদেশ ও কানাডার মধ্যে সহযোগিতা আরও জোরালো হবে।

কানাডার সাস্কাচুয়ান সরকারের কৃষিমন্ত্রী ডেভিড মেরিট এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন।

তিনি জানান যে, দুই দেশের কৃষিক্ষেত্রে আঞ্চলিক অফিস স্থাপনের মাধ্যমে সহযোগিতা আরও বাড়বে।

ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্যচাহিদা পূরণ ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা খুবই প্রয়োজন।

দুই দেশএ লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে একটি চুক্তি সই হয় জিআইএফএস-কানাডা এবং বিএআরসির মধ্যে।

এতে বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার ও জিআইএফএসের চিফ অপারেটিং অফিসার স্টিফেন ভিশার স্বাক্ষর করেন।

গত বছর ১০ ফেব্রুয়ারি একটি সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির মধ্যে কৃষির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এর মূল লক্ষ্য।

এতে উল্লেখিত ছিল বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, ঢাকায় জিআইএফএসের আঞ্চলিক অফিস স্থাপন এবং ‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ স্থাপন।

ইতিমধ্যে জিআইএফএস-কানাডায় বঙ্গবন্ধু চেয়ার স্থাপন বিষয়ে সমঝোতা স্মারক অনুযায়ী চেয়ার নিয়োগ সহ সকল বিষয় সম্পন্ন হয়েছে।

ঢাকায় জিআইএফএসের আঞ্চলিক অফিস সোমবার চালু হয়েছে।

এ ছাড়া জীবপ্রযুক্তি বিষয়ে একটি প্রকল্প কেজিএফ বোর্ড ইতিমধ্যে অনুমোদন দিয়েছে।

কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এবং জিআইএফএস-কানাডার যৌথ অর্থায়নে এ প্রকল্প পরিচালিত হবে।

এছাড়া বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে আরেকটি প্রকল্প প্রণয়নে কাজ চলছে।

েএই প্রকল্পের নাম ‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র স্থাপন’ ।

এসব প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে জিআইএফএস-কানাডা।

0 comments on “কৃষি গবেষণায় কানাডার সহায়তা পাবে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ