Sunday, 24 August, 2025

এসিআই সীড ক্রপশো উইন্টার-২০২৩ অনুষ্ঠিত


এসিআই ক্রপশো ২০২৩

আজ এসিআই সীড কর্তৃক যশোরের চুরামনকাঠি তে এসিআই সীড ক্রপশো উইন্টার-২০২৩ অনুষ্ঠিত হল।

যেখানে সারা বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন ১০২ জন বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এছাড়াও ছিলেন বৃহত্তর যশোর অঞ্চলের কৃষকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই সীডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ, বিজনেস অপারেশন ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, চিফ মার্কেটিং অফিসার সাইফুর রহমানসহ জেনারেল ম্যানেজার সেলস মোহাম্মদ শাহিনুর রহমান।

আরো পড়ুন
সরকারের উদ্যোগে কম দামে আলু কিনবে, দাম নির্ধারণ করা হবে: কৃষি উপদেষ্টা

এবছর আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা সঠিক দাম পাচ্ছে না। তাদের ক্ষতি কমাতে সরকার সরাসরি কিছু আলু কিনবে। পাশাপাশি কোল্ড Read more

সাদা সোনা খ্যাত বাগেরহাটে চিংড়িতে মড়ক, দিশেহারা চাষিরা

দেশের 'সাদা সোনা' খ্যাত বাগেরহাট জেলার বাগদা চিংড়ি ঘেরে ভয়াবহ মড়ক দেখা দিয়েছে। ভাইরাস, পানি স্বল্পতা, অস্বাভাবিক তাপমাত্রা এবং লাগাতার Read more

ক্রপ শোতে আরো অংশগ্রহণ করেন বিভিন্ন স্বনামধন্য সীড কোম্পানির প্রতিনিধিগণ।

এসিআই সীড ক্রপশো উইন্টার ২০২৩ এ মোট ১৯ ফসলের ৯৪টি জাত অংশগ্রহণকারীদের নিকট প্রদর্শন করা হয়।

0 comments on “এসিআই সীড ক্রপশো উইন্টার-২০২৩ অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ